post

চাকরিপ্রার্থীদের জন্য মডেল টেস্ট

১৬ ফেব্রুয়ারি ২০২১
১. নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীন? ক. প্রতিরক্ষা মন্ত্রণালয় খ. বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় গ. শিল্প মন্ত্রণালয় ঘ. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি ‘আমাদের শেখ মুজিব’ শিরোনামের গানটির সুরকার কে? ক . সুপর্ণকান্তি ঘোষ খ. বাপ্পা মজুমদার গ. সুজেয় শ্যাম ঘ. হাবিব ওয়াহিদ ৩. ‘চুলামনি’ মন্দির কোথায় অবস্থিত ? ক. রাজশাহী খ. খাগড়াছড়ি গ. দিনাজপুর ঘ. বান্দরবান ৪. দেশের খ্যাতনামা সাহিত্যিক, সাহিত্য সম্পাদক ও শিল্প সমালোচক আবুল হাসনাত মৃত্যুবরণ করেন কবে? ক. ১ নভেম্বর ২০২০ খ. ২ নভেম্বর ২০২০ গ. ৩ নভেম্বর ২০২০ ঘ. ৪ নভেম্বর ২০২০ ৫. বর্তমানে বাংলাদেশে কতটি কারাগার রয়েছে? ক. ৬৭টি খ. ৬৮টি গ. ৭১টি ঘ. ৭২টি ৬. বাংলাদেশে প্রবেশে বিদেশি নাগরিকদের কত ধরনের ভিসা দেওয়া হয়? ক. ২৩ ধরনের খ. ৪৪ ধরনের গ. ৩৩ ধরনের ঘ. ৫৫ ধরনের ৭. মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দটি ব্যবহারের বিধান করে গেজেট প্রকাশ করেছে কবে? ক. ২৯ অক্টোবর ২০২০ খ.২৮ অক্টোবর ২০২০ গ. ২৬ অক্টোবর ২০২০ ঘ.২৭ অক্টোবর ২০২০ ৮. ভাসানচর আবাসন প্রকল্পের আনুষ্ঠানিক নাম কী? ক. আশ্রয়ণ-৪ খ. আশ্রয়ণ-৩ গ. আশ্রয়ণ-২ ঘ. আশ্রয়ণ-৫ ৯. ডেঙ্গু জ্বর বিস্তার লাভ করে কোন বাহকের মাধ্যমে? ক) এডিস মশা খ) এনোফিলিস মশা গ) কিউলেক্স মশা ঘ) ইঁদুর ও টিকটিকি ১০. কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? ক) ভিটামিন এ খ) ভিটামিন কে গ) ভিটামিন ই ঘ) ভিটামিন বি-২ ১১. প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মৌলিক উপাদান কোনটি? ক) নেতৃত্ব খ) শাসন গ) নির্বাচন ঘ) সামাজিক নিরাপত্তা ১২. প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়- ক) ৭ মার্চ ১৯৭৩ খ) ৮ মার্চ ১৯৭৩ গ) ৭ মার্চ ১৯৭২ ঘ) ৮ মার্চ ১৯৭২ ১৩. অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন- ক) প্রধানমন্ত্রী খ) রাষ্ট্রপতি গ) প্রধান বিচারপতি ঘ) আপিল বিভাগের বিচারপতি ১৪. বাংলাদেশের আইনসভার পুরাতন নাম কী? ক) মন্ত্রিপরিষদ খ) গণপরিষদ গ) House of the Nation ঘ) জাতীয় সংসদ ১৫. সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলে বাংলাদেশের বিচার বিভাগীয় পদে থাকতে হয় অন্তত- ক) ১২ বছর খ) ৮ বছর গ) ১০ বছর ঘ) ৭ বছর ১৬. নারী কবিতাটি কবি নজরুলের কোন কাব্যের অন্তর্গত? ক) বিশের বাঁশি খ) সাম্যবাদী গ) সর্বহারা ঘ) মৃত্যুক্ষুধা ১৭. কোনটি রবি ঠাকুরের প্রবন্ধের নাম? ক) যৌবনে দাও রাজটীকা খ) বইপড়া গ) আত্মশক্তি ঘ) কালেরযাত্রা ১৯. স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন? ক) সমরণ খ) উৎসর্গ গ) নৈবেদ্য ঘ) খেয়া ২০. বিভক্তি যুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? ক) কারক খ) বিশেষণ গ) পদ ঘ) নাম বিশেষণ ২১. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত- ক) সমাজ খ) পানি গ) মিছিল ঘ) নদী ২২. ‘তুমি এতক্ষণ কী করেছ’? এ বাক্যে ‘কী’ কোন পদ? ক) বিশেষণ খ) অব্যয় গ) সর্বনাম ঘ) ক্রিয়া ২৩. ‘ছেলেটি যেন রাজপুত্তুর।’ এই বাক্যে ‘যেন’ পদের ব্যবহার কী অর্থে? ক) বিস্ময়বোধক খ) তুলনামূলক গ) অনুমানসূচক ঘ) সম্ভাবনা জ্ঞাপক ২৪. ব্যতিহারিক সর্বনাম কোনটি? ক) ইহারা খ) যিনি গ) নিজে নিজে ঘ) কেহ ২৫. পদ প্রকরণ শব্দটি? ক) বিশেষ্য পদ খ) অব্যয় পদ গ) বিশেষণ পদ ঘ) ক্রিয়া পদ ২৬. সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে, এই বাক্যে ‘সৌন্দর্য কোন পদ’? ক) বিশেষণ খ) সর্বনাম গ) বিশেষ্য ঘ) অব্যয় ২৭. ‘যত চাও তত লও’ কী সর্বনাম? ক) সাপেক্ষ খ) অনুজ্ঞা গ) প্রশ্নবাচক ঘ) ব্যতিহারিক ২৮. ধনুষ্টঙ্কার- এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) ধনুঃ + টঙ্কার খ) ধনুষ + টঙ্কার গ) ধনু + অটঙ্কার ঘ) ধনুস + টঙ্কার ২৯. সন্ধি-সাধিত শব্দ ‘পরস্পর’ কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? ক) ব্যঞ্জন ধ্বনি খ) স্বরধ্বনি গ) নিপাতনে সিদ্ধ ঘ) বিসর্গ সিন্ধ ৩০. ‘ষড়ঋতু’একটি সন্ধিবদ্ধ শব্দ। এর সন্ধি বিচ্ছেদ হল- ক) ষট্+ঋতু খ) সট্+ঋতু গ) ষড়্+ঋতু ঘ) ষট+ঋতু 31. BANK: TRANSACTION (Trich) : HOSPITAL: a) treatment b) patient c) medicine d) water 32. Blood flow is___by the heart. a) purified b) determined c) irregularized d) controlled 33. Choose the correct sentence in the following a) He succeeded dot gain the prize b) He succeeded in gaining the prize c) He succeeded gain the prize d) He was success to gain the prize 34. Which of the following word is Adjective+Nominal a) best-seller b) shortcut c) easy-chair d) blue-black 35. Find out the sentence where ‘like’ has been used as an adjective. a. They are men of like build and stature. b. We shall not see his like again. c. Do not talk like that. d. Children like sweets. 36. Which one of the following pairs is not correct? Adjective: Verb Í a) False: Falsify b) Weak: Weakly c) Sure: Ensure d) Able: Enable 37. ‘You should record the time when she comes’. The underlined word has been used as a/an____. a) Compound adjectives. b) Interrogative pronoun c) Relative conjunction d) Relative adverb 38. Choose the correct sentence. a) On that large mountain lie a big tree. b) Here Brishti comes. c) In that deserted building lived a strange man. d) There went she. 39. Which one is the correct sentence? a) The puzzle is to be solved yet. b) The puzzle is to be solved still. c) Has she helped you yet? d) She hasn’t come here yet. 40. Fill in the blank ‘He has assured me ___ safety’ a) with b) at c) for d) of ৪১. যদি ইংরেজি বর্ণমালার উল্টোদিক থেকে লেখা হয় তাহলে বাঁ দিক থেকে ১২তম বর্ণের ডান দিকের সপ্তম বর্ণ কোনটি? ক) ঋ খ) এ গ) ঠ ঘ) ঐ ৪২. একটি সঙ্কেত পদ্ধতিতে ঠঅঈঅঞঊ কে লেখা হয় অঠঅঈঊঞ, তা হলে খওঞঊজঅঞঊ কে কী লেখা হবে? ক) ILETRAET খ) IL TEARTE গ) ওILTREATE ঘ) ILETARET ৪৩. একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ১৮ জন ফুটবল এবং ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কত জন ছাত্র উভয় খেলা খেলে? ক) ৭ জন খ) ৬ জন গ) ৫ জন ঘ) ৩ জন ৪৪. হ উপাদান বিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা কত? ক) n(n+1) খ) n2 গ) 2n-1 ঘ) 2n ৪৫. যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ এবং ৫৫৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে, তাদের সেট নির্ণয় করুন। ক) {৪৫, ৩১৫} খ) {৪৫, ৬৩} গ) {৩৫, ১০৫} ঘ) {৭৫, ৫২৫} ৪৬. ‘LEADER ’ শব্দটির অক্ষরগুলো কত উপায়ে সাজানো যায়? ক) ৭২ খ) ১৪৪ গ) ৩৬০ ঘ) ৭২০ ৪৭. ‘SCIENCE’ শব্দটির অক্ষরগুলো কত উপায়ে সাজানো যায়? ক) ৬০ খ) ১২০ গ) ১৮০ ঘ) ৪২০ ৪৮. ১৪ জন খেলোয়াড়ের মধ্যে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ ১১ জনের ক্রিকেট দল কত ভাবে বাছাই করা যাবে? ক) ৭২৮ খ) ৩৬৪ গ) ২৮৬ ঘ) ১০০১ ৪৯. ১০ জন বালক ও ৮ জন বালিকা থেকে ২ জন বালক ও ২ জন বালিকা কত বিভিন্ন উপায়ে বেছে নেয়া যায়? ক) ৭৩ খ) ১২৬০ গ) ৩০৬০ ঘ) ৫০৬০ ৫০. ৫০ জন লোকের মধ্যে ৩৫ জন ইংরেজি, ২৫ জন ইংরেজি ও বাংলা উভয়ই এবং প্রত্যেকে দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন? ক) ১০ খ) ৪০ গ) ১৫ ঘ) ৩০ উত্তরমালা ০১. ঘ ০২. ক ০৩. ঘ ০৪. ক ০৫. খ ০৬. ঘ ০৭. ক ০৮. খ ০৯. ক ১০. খ ১১. গ ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. খ ১৮. গ ১৯. গ ২০. গ ২১. ঘ ২২. গ ২৩. খ ২৪. গ ২৫. ক ২৬. গ ২৭. ক ২৮. ক ২৯. গ ৩০. ক ৩১. ক ৩২. ঘ ৩৩. খ ৩৪. ক ৩৫. ক ৩৬. খ ৩৭. ঘ ৩৮. গ ৩৯. ঘ ৪০. ঘ ৪১. ঘ ৪২. ক ৪৩. ক ৪৪. ঘ ৪৫. গ ৪৬. গ ৪৭. গ ৪৮. গ ৪৯. খ ৫০. গ

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির