post

শহীদ হাফেজ গোলাম কিবরিয়া শিপন

৩০ সেপ্টেম্বর ২০১২
“আমার মরণে মা কেঁদো না তুমি আল কুরআন বলে আমি মরিনি তোমার আমার দেখা হবে মা জান্নাতের সিঁড়িতে...” পিতা : মো: তাজুল ইসলাম পিতার পেশা : সরকারি চাকরি মাতা : মোছা: মাহফুজা বেগম মাতার পেশা : গৃহিণী বয়স : ২১ বছর স্থায়ী ঠিকানা : ১১৯/১/খ, পূর্ব বাসাবো, ঢাকা-১২১৪ ভাইবোন : তিন ভাই ও এক বোন শিক্ষাজীবন : শাহাদাতের সময় তিনি ঢাকা কলেজের পদার্থবিদ্যা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। সাংগঠনিক জীবন : সংগঠনের সাথী ও ২৭ নম্বর ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক ছিলেন। শাহাদাতের তারিখ ও স্থান : ২৮ অক্টোবর ২০০৬ বায়তুল মোকাররমের উত্তর সড়কে ১৪ দলের হামলায় আহত হয়ে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে শহীদ হন। শহীদ : ১২৭তম

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির