post

সিন্ডিকেট হলুদ সাংবাদিকতা ও কয়েকটি ঘটনার পোস্টমর্টেম

০২ মার্চ ২০১৪

আবু সালেহ মো. ইয়াহইয়া

পর্ব-১ Holud Sangbadikইয়েলো জার্নালিজম বা হলুদ সাংবাদিকতার জন্ম দিয়েছিলেন যুক্তরাষ্টের সংবাদপত্র জগতের দুই কিংবদন্তি নিউইয়র্ক জার্নালের প্রতিষ্ঠাতা রুডলফ হার্স্ট ও নিউইয়র্ক ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা জোসেফ পুলিৎজার। হার্স্ট ও পুলিৎজার এমন প্রতিযোগিতা শুরু করেন যা যুক্তরাষ্ট্রকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। ১৮৯৮ সালে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ হাভানার কাছে ডুবে যায়। হার্স্টের নিউইয়র্ক জার্নাল এ জন্য স্পেনের ষড়যন্ত্রকে দায়ী করে সংবাদ ছাপে। ফলে যুক্তরাষ্ট্র কংগ্রেস অধিবেশনে স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবে স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে যুক্তরাষ্ট্রকে যথেষ্ট প্রভাবিত করে নিউইয়র্ক জার্নালের ‘অনুমাননির্ভর’ একটি সংবাদ। আজ হার্স্ট নেই, পুলিৎজারও নেই। কিন্তু তাদের সৃষ্ট হলুদ সাংবাদিকতা ডালপালা গজিয়ে শিকড় গেড়েছে গোটা বিশ্বে। বাংলাদেশের গণমাধ্যমগুলো এক্ষেত্রে অনেক বেশি সফলতা দেখিয়েছে। এখন আর একাকী নয়, রীতিমত সিন্ডিকেট করে বেশ জোরেশোরে এর চর্চা চলে এখানে। আর এ সিন্ডেকেট হলুদ সাংবাদিকতার অন্যতম টার্গেটে পরিণত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবির স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি ছাত্রসংগঠন। এ দেশের ছাত্রসমাজকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি করাই এর ভিশন। বাংলাদেশের সংবিধান ও গণতান্ত্রিক রীতিনীতির প্রতি অকৃত্রিম শ্রদ্ধাশীল এ সংগঠনটি যাত্রা শুরু করে ১৯৭৭ সালে। মেধা ও মননের বিকাশ সাধনের পাশাপাশি ধর্মীয় অনুশাসনচর্চার মাধ্যমে এক ভারসাম্যপূর্ণ জীবনগঠনে ছাত্রসমাজকে উদ্বুদ্ধ করে ছাত্রশিবির। চরিত্র গঠন ও ছাত্রকল্যাণধর্মী কর্মসূচি গ্রহণের ফলে সংগঠনটি দেশের সচেতন নাগরিকসমাজ, অভিভাবকমহল, শিক্ষকম-লী বিশেষ করে ছাত্রসমাজের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নেয় অতি অল্প সময়ে। দিনে দিনে মেধাবী ছাত্রদের একমাত্র পছন্দ হিসেবে পরিচিতি লাভ করে। ফলে প্রতিক্রিয়াশীল ও ধর্মবিরোধী মহলের কপালে চিন্তার ভাঁজ পড়তে থাকে। সত্য ও সুন্দরের পতাকা হাতে উল্কার বেগে ছুটে চলা কাফেলাটির গতি থামিয়ে দিতে শুরু হয় নানান চক্রান্ত। নীল ষড়যন্ত্র এবং তার নিকৃষ্ট বাস্তবায়নও শুরু করে কুচক্রীমহল। ইসলামের কণ্ঠ স্তব্ধ করতে বিশ্বব্যাপী যে সন্ত্রাস চলছে, বাংলাদেশে ইসলামবিদ্বেষীদের পক্ষ থেকে ছাত্রশিবিরের বিরুদ্ধে পরিচালিত সন্ত্রাস তারই ধারাবাহিকতা মাত্র। তাদের নিকৃষ্ট জিঘাংসা চরিতার্থ করতে পেশিশক্তির পাশাপাশি সমানভাবে ব্যবহৃত হচ্ছে এ দেশের গণমাধ্যমগুলো। আর গণমাধ্যম দ্বারা পরিচালিত এ ধরনের সন্ত্রাসই বিশ্বব্যাপী ‘তথ্যসন্ত্রাস’ হিসেবে পরিচিত। বাংলাদেশের প্রেক্ষিতে গণমাধ্যমগুলোর মিথ্যা অপপ্রচার আর প্রোপাগান্ডার নির্মম শিকারের প্রথম পছন্দের নাম ছাত্রশিবির। ছাত্রশিবিরের স্বচ্ছ ইমেজকে ক্ষুণœ করতে কখনো রগকাটা-সন্ত্রাসী-জঙ্গি সংগঠন, কখনো সাম্প্রদায়িক আবার কখনো প্রগতি ও স্বাধীনতা বিরোধী সংগঠন হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে। কোথাও কোনো সন্ত্রাসীকার্যক্রম সংঘটিত হলে চোখ বন্ধ করে ছাত্রশিবিরকে দোষারোপ করা এক ধরনের ‘মিডিয়া ফ্যাশন’-এ পরিণত হয়েছে। তথ্য নেই, প্রমাণ নেই তবুও ছাত্রশিবির দায়ী। অবস্থা এতদূর গড়িয়েছে যে, ছাত্রশিবিরের বিরুদ্ধে কোনো প্রতিবেদন প্রচার বা প্রকাশ না করতে পারলে একশ্রেণীর মিডিয়া ও তাদের কর্মীদের পেটের ভাতই হজম হয় না যেন। কাউকে দোষারোপ বা নিন্দা জানাতে ‘অভিধানে’ যতগুলো শব্দ রয়েছে সম্ভবত এর এমন কোনো শব্দ নেই যা ছাত্রশিবিরের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। ছাত্রশিবিরকে দোষারোপ করতে গিয়ে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে সাংবাদিকতা নামক মহান পেশাকে কলঙ্কিত করা হয়েছে বারবার। এ যেন ‘নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ’ করার মতো ব্যাপার। বাংলাদেশে আজ নির্যাতিতকে নির্যাতক আর মজলুমকে জালিমের ভূমিকায় চিত্রিত করতে বাংলাদেশের গণমাধ্যমের দক্ষতা প্রশ্নাতীত। অমানবিক ও পৈশাচিক আক্রমণের শিকার হয়ে আত্মরক্ষার্থে হাতে নেয়া ইটের টুকরো ‘হাতবোমা’ হয়ে যায় আমাদের গণমাধ্যমের কল্যাণে! ‘গাছের ডাল’ বন্দুকের নল হতে কোনো সমস্যা নেই যদি তা কোন শিবিরকর্মীর কাছে থাকে! অস্ত্রধারী কোনো ছাত্রলীগকর্মী এমনকি র‌্যাব সদস্যও শিবিরকর্মী বনে যায় এক শ্রেণীর হলুদ সাংবাদিকের সুনিপুণ দক্ষতায়। এ ক্ষেত্রে কোনো জবাবদিহিতা নেই, নেই কোনো অনুতাপ বা অনুশোচনা। প্রতিবাদ ছাপানোর মত সৎসাহসও নেই, আছে শিবিরবিরোধিতায় এক অসুস্থ প্রতিযোগিতা। মিডিয়ার সমালোচনা করা এ লেখার উদ্দেশ্য নয়। গত পাঁচ বছরে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু চাঞ্চল্যকর ও আলোচিত ঘটনা এখানে উল্লেখ করব যা সংঘটিত হওয়ার পর ছাত্রশিবিরকে দোষারোপ করে ঝড় বইয়ে দেয়া হয়েছিল আমাদের গণমাধ্যমগুলোতে। আর তার ধারাবাহিকতায় ছাত্রশিবিরকে দায়ী করে প্রধানমন্ত্রীসহ সরকারের কর্তাব্যক্তিবর্গ এবং পুলিশ কর্মকর্তাদের মুখেও যেন খই ফুটছিল রীতিমত। ঘটনার সাথে ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা আবিষ্কার করতে কত ঘাম ঝরানো হলো, কত নির্ঘুম রাত অতিবাহিত করলেন তদন্ত কর্মকর্তা, সাজানো নাটক মঞ্চস্থ করতে লেখা হলো কত স্ক্রিপ্ট, কিন্তু শেষ পর্যন্ত সময়ের ব্যবধানে প্রমাণিত হলো এসবই ছিল কেবল ‘আষাঢ়ে গল্প’। আলোচিত বিশ্বজিৎ হত্যাকা- কী ঘটেছিল সেদিন সময়টা সকাল ৯টা। একজনকে দেয়া ওয়াদা রক্ষা করতে গিয়ে বাসা থেকে বের হন পুরান ঢাকার দর্জি ব্যবসায়ী বিশ্বজিৎ। হঠাৎ ধর ধর শব্দ। প্রাণভয়ে দৌড় দিয়ে আশ্রয় নিলেন পুরান ঢাকার ভিক্টোরিয়া ডেন্টাল ক্লিনিকে। তখনও কে জানত, এখানেই ঘটবে সেই মর্মন্তুদ, হৃদয়বিদারক, নৃশংস ঘটনা? ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে ৯ ডিসেম্বর সকাল পৌনে ৯টার দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে ছাত্রলীগ আর বিএনপি সমর্থিত আইনজীবীদের ধাওয়া-পাল্টাধাওয়ার পর বিশ্বজিৎ দাসকে রড-লাঠি আর চাইনিজ কুড়াল দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ যেন ২০০৮ সালের ২৮ অক্টোবরের পুনরাবৃত্তি! রড, লাঠির আঘাতে এবং পরে কুপিয়ে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে হত্যা করা হয় ২৪ বছর বয়সের এক টগবগে যুবককে। বাঁচার জন্য ‘আমি হিন্দু’ পরিচয় দিয়েও রক্ষা পাননি বিশ্বজিৎ দাস। কারণ, আক্রমণকারীরা যে সেই লগি-বৈঠাধারীদের উত্তরসূরি। তাই তো মানবিকতা ভুলে পৈশাচিকতার উন্মাদনায় মেতে ওঠে ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডাররা। তার আর্তচিৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে উঠলেও এতটুকু দয়ার উদ্রেক হয়নি পাষ- খুনি ছাত্রলীগ ক্যাডারদের অন্তরে। যে কোনো দিন রাজনীতির ধারে কাছেও ছিল না, তাকেই ‘শিবিরকর্মী’ সন্দেহে বলি হতে হলো। রক্তভেজা শরীরে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয় তাকে। শিবিরকর্মী সন্দেহে সেখানে তার চিকিৎসায় চরম অবহেলা করা হয়। একপর্যায়ে চিরতরে নিভে যায় বিশ্বজিতের জীবনপ্রদীপ। মিডিয়া কী বলে বিশ্বজিৎ হত্যাকা- সারাদেশের বিবেকবান মানুষের ঘুম কেড়ে নেয়ার মতো একটি ঘটনা। টিভি সংবাদে অথবা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে যারা এই নির্মম হত্যাকা-ের ভিডিও ছবি দেখেছেন তাদের অনেকেরই দীর্ঘদিন পর্যন্ত দুঃস্বপ্ন দেখারই কথা। এমন নির্মম ও আলোড়ন সৃষ্টিকারী ঘটনা নিয়ে সরকারি মদদপুষ্ট মিডিয়াগুলো নির্জলা মিথ্যাচারে মেতে ওঠে। তারা ব্যস্ত হয়ে পড়ে ঘটনার সাথে শিবিরের সংশ্লিষ্টতা খুঁজতে। ঘটনার বিবরণে তারা উল্লেখ করে ছাত্রশিবিরের মিছিল থেকেই বিশ্বজিতের ওপর হামলা করা হয়েছে। অতএব এ ঘটনার সাথে ছাত্রশিবির জড়িত। কিন্তু অন্যান্য মিডিয়ার কল্যাণে গোটা জাতি প্রত্যক্ষ করেছে যে, অবরোধবিরোধী এক সশস্ত্র মিছিল থেকেই বিশ্বজিতের ওপর হামলা করা হয়। বিশ্বজিৎকে হত্যায় যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে তাদের অনেককেই অবরোধবিরোধী ঐ মিছিলের প্রথম সারিতে দেখা গেছে। ফলে আপাতত এ পদ্ধতিতে শিবিরকে দায়ী করতে না পেরে তারা ভিন্ন পন্থা অবলম্বন করতে শুরু করে। ‘হামলাকারীরা ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশকারী শিবিরকর্মী’ হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রচার ও প্রকাশ করতে থাকে ঐ মিডিয়াগুলো। হামলাকারীদের আত্মীয়-স্বজনদের কেউ কখনো মাদরাসায় পড়ালেখা করেছে কি না, ইসলামী ব্যাংক বা এ ধরনের কোনো প্রতিষ্ঠানে চাকরি করে কি না, জামায়াতের সাথে কারো দূরতম সম্পর্ক আছে কি না এসব খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে এক শ্রেণীর মিডিয়া। এ হত্যাকা-ের সাথে শিবিরের সংশ্লিষ্টতা প্রমাণ করতে এমন কোনো চেষ্টা নেই যা তারা করেনি। ঘটনার সাথে শিবিরের অদ্ভুত সম্পর্ক আবিষ্কার করতে ১৮ ডিসেম্বর দৈনিক আমাদের অর্থনীতি ‘মৃত্যু নিশ্চিত করে শিবির’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে তারা এক্ষেত্রে এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করে। প্রতিবেদনটিতে বলা হয়, ‘হামলার টার্গেট বিশ্বজিৎ না হলেও একটি বড় ধরনের ঘটনা ঘটানোর মিশন নিয়ে শিবিরকর্মীরা ছাত্রলীগের মিছিলে ঢুকেছিল। এ সময় আশপাশে দর্শকের মতো অনেক শিবিরকর্মী পূর্বপরিকল্পিতভাবে দাঁড়ানো ছিল। তারা আহত বিশ্বজিৎকে পাশের ন্যাশনাল হাসপাতালে নিতে না দিয়ে দূরবর্তী স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে যেতে যেতেই রক্তক্ষরণে মৃত্যুর মুখে ঢলে পড়েন বিশ্বজিৎ। সূত্র আরও জানায়, ‘আগের রাতেই শিবির পুরান ঢাকা এলাকায় একটি বৈঠকে এ ধরনের একটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করে।’ এভাবে কতিপয় টিভি চ্যানেল ও দৈনিক পত্রিকা প্রায় প্রতিদিনই কোন কোন ভাবে শিবিরকে জড়িয়ে সংবাদ প্রচার ও প্রকাশ করতে থাকে। সরকারের কর্তাব্যক্তিরা যা বলেন নির্মম এ হত্যাকা- নিয়ে দোষারোপের রাজনীতিতে মেতে ওঠেন সরকার ও আওয়ামী লীগের কতিপয় নেতা। তাদের একজনের বক্তব্য নিচে তুলে ধরছি। ১২ ডিসেম্বর দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পরিবেশ ও বন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ড. হাছান মাহমুদ বলেন, ‘বিশ্বজিতের হত্যাকারীরা ছাত্রলীগের কর্মী নয়, ছাত্রলীগে অনুপ্রবেশকারীরাই তাকে হত্যা করেছে। সরকারের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য রয়েছে বলে দাবি করেন তিনি। মন্ত্রী বলেন, এরই মধ্যে তাদের চিহ্নিত করে গ্রেফতার করার জন্য সরকারের সর্বোচ্চ মহল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া যখন চূড়ান্ত পর্যায়ে তখন জামায়াত-শিবির চক্র এবং বিএনপি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে হত্যাকা- চালাচ্ছে। তারেক-কোকোর দুর্নীতির বিচার যখন গণদাবিতে পরিণত হয়েছে তখন ১৮ দলীয় জোট জনগণের জানমালের ওপর আঘাত করে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। বিএনপি লাশের রাজনীতি করার জন্য বিশ্বজিতের মতো সাধারণ মানুষকে দুষ্কৃতকারী লেলিয়ে দিয়ে হত্যা করেছে।’ তিনি হামলাকারীদের একজনের নাম উল্লেখ করে বলেন, সে আগে শিবির করত, আরেকজনের পিতা মাদরাসায় শিক্ষকতা করেন, আরেকজনের বড়ভাই ছাত্রশিবির করত এবং আরেকজন পূর্বে ছাত্রদল করত বলে উল্লেখ করেন। এভাবে তিনি হত্যাকারীদের সাথে ছাত্রশিবিরের সংযুক্ত থাকা ও ছাত্রলীগকে আড়াল করার চেষ্টা করেন। প্রায় সবগুলো টিভি চ্যানেল, দৈনিক ও অনলাইন পত্রিকায় ফলাও করে তার বক্তব্য প্রকাশ ও প্রচার হতে থাকে। ছাত্রশিবিরের বক্তব্য ছাত্রশিবিরের পক্ষ থেকে এমন বর্বর হত্যাকা-ের বিচার দাবি এবং ঘটনার সাথে শিবিরের সংশ্লিষ্টতা খোঁজার অপচেষ্টার নিন্দা জানিয়ে সকল মিডিয়ায় একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মিডিয়ার সুবাদে বিশ্বজিৎ হত্যার সাথে জড়িত ছাত্রলীগ নেতাদের সারাদেশের মানুষ যখন চিনে ফেলেছে, তখন কিছু মিডিয়া একটি স্পর্শকাতর বিষয়ে সত্যকে পাশ কাটিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রশিবিরকে জড়ানোর চেষ্টা করছে। বিশ্বজিৎ হত্যাকা-ের সাথে ছাত্রলীগের সংশ্লিষ্টতা যেখানে প্রমাণিত, সেখানে উদ্ভট কাহিনী সাজিয়ে টেনে হিঁচড়ে শিবিরের যোগসূত্র খোঁজার চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু মিডিয়ায় বিশ্বজিৎ হত্যার আসামি হিসেবে গ্রেফতারকৃত দু’জনকে শিবিরের সদস্য আবার কখনো শিবিরের সাথী উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য। সরকারের দমন নিপীড়ন ও অগণতান্ত্রিক আচরণের ফলে যেখানে শিবিরের নেতাকর্মীদের অফিস, বাসা বা রাজপথ কোথাও এতটুকু নিরাপত্তা নেই, সেখানে ছাত্রলীগের অবরোধবিরোধী মিছিলের সামনে কিভাবে শিবির থাকতে পারে? লাইমলাইটে আসার জন্য বিকৃত মানসিকতা থেকেই কিছু মিডিয়া এ ধরনের বানোয়াট সংবাদ প্রচার করছে বলেই আমাদের ধারণা। বিশ্বজিৎ হত্যাকা-ের ঘটনাটি তারই একটি বাস্তব প্রমাণ। স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের কর্তাব্যক্তিরা যখন বিশ্বজিৎ হত্যাকা-ের তদন্ত চলছে বলে বক্তব্য দিচ্ছেন তখন তদন্ত শেষ হওয়ার আগেই ছাত্রশিবিরকে জড়িয়ে বিভিন্ন মিডিয়া ন্যক্কারজনকভাবে অপপ্রচার করছে যা অনভিপ্রেত ও দুঃখজনক। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘আমরা ইতঃপূর্বে এ হত্যাকা-ের নিন্দা জ্ঞাপন করেছি এবং এর সাথে জড়িত সকল অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করারও দাবি জানিয়েছি।’ প্রকৃত খুনিদের মুখোশ উন্মোচন ১৩ ডিসেম্বর ’১২ বৃহস্পতিবার দৈনিক কালেরকণ্ঠ ‘খুনিদের সঙ্গে মিছিলে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা’ শিরোনামে রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টে বিশ্বজিৎ দাস হত্যাকা-ের সাথে জড়িত ৮ ছাত্রলীগ কর্মীর ছবিসহ পরিচয় তুলে ধরা হয়। হামলাকারীরা হলোÑ ১. মশিউর রহমান সুমন, উপ-আপ্যায়ন সম্পাদক ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি, ২. ইমদাদুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স দর্শন বিভাগের ছাত্র, ৩. মামুন, জবি মনোবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের ছাত্র, ৪. মাহফুজুর রহমান নাহিদ, জবি মাস্টার্স বাংলা বিভাগের ছাত্র, ৫. সৈকত, জবি সমাজবিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ ব্যাচের ছাত্র, ৬. পাভেল, জবি অর্থনীতি বিভাগ দ্বিতীয় ব্যাচের ছাত্র, ৭. রফিকুল ইসলাম শাকিল, জবি ছাত্রলীগের বহিষ্কৃত কর্মী, ৮. তাহসিন, জবি মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় ব্যাচের ছাত্র। মশিউর রহমান সুমনের নেতৃত্বে হামলাকারীদের চাপাতি ও ধারালো অস্ত্রসহ মিছিলের সম্মুখভাগেই দেখা যায় ছবিতে। পরবর্তীতে অন্যান্য মিডিয়াগুলোও খুনের সাথে ছাত্রলীগ নেতাদের জড়িত থাকার বিষয়ে সংবাদ ছাপাতে থাকে। হামলাকারীদের পরিচয় জানার পর জবি কর্তৃপক্ষ ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় পাঁচ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। মাহফুজুর রহমান নাহিদ ও ইমদাদুল হকের সনদ বাতিল এবং রফিকুল ইসলাম শাকিল, মীর মো: নূরে আলম, ওবাইদুল কাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। (সূত্র : ১৩ ডিসেম্বর যায়যায়দিন, ইনকিলাব, আজকালের খবর, ইন্ডিপেনডেন্ট, ভোরের ডাক, ডেইলি সান, মানবজমিন ও ইত্তেফাক)। খুনিদের বিচার দাবিতে সামাজিক আন্দোলন সম্ভবত এমন কোনো টিভি চ্যানেল পাওয়া যাবে না যারা এই নির্মম হত্যাকা-ের দৃশ্য সম্প্রচার করেনি। টিভির পর্দায় খুনিদের চেহারা স্পষ্টভাবেই প্রদর্শিত হয়। পুরান ঢাকার সর্বস্তরের মানুষ তাদেরকে ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে চিনলেও পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেনি। পুলিশ কতিপয় অজ্ঞাত নামা ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে কোনো রকম দায়িত্ব পালনের চেষ্টা করে। কিন্তু ধীরে ধীরে বিভিন্ন মিডিয়াতে আসল ঘটনা প্রকাশ হতে থাকলে ঘটনার বিচার দাবিতে সোচ্চার হন পুরাতন ঢাকার জনগণ। তারা বিশ্বজিৎ হত্যাকা-ের সাথে জড়িতদের শাস্তির দাবিতে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেন। ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ঘেরাও এবং জেলা প্রসাশক বরাবর স্মারকলিপিও পেশ করে ‘পুরান ঢাকাবাসী’। বিশ্বজিতের পরিবারের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করে খুনিদের বিচার দাবি করা হয়। তা ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার, ব্লগ ও ইউটিউবে খুনিদের নাম পরিচয়সহ ছবি প্রচার করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হতে থাকে। খুনি ছাত্রলীগ নেতার বাবার সরল স্বীকারোক্তি বিশ্বজিৎ হত্যাকা-ের অন্যতম হোতা ছাত্রলীগ নেতা শাকিলের পটুয়াখালীর ফায়ার সার্ভিস এলাকার বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযান পরিচালনা করার সময় শাকিলের বাবা পটুয়াখালী কর কমিশনের চতুর্থ শ্রেণীর কর্মচারী আনসার মিয়া জানান, তিনি টিভিতে তার ছেলেকে চাপাতি হাতে বিশ্বজিৎকে কোপাতে দেখেছেন। কিন্তু এরপর থেকেই শাকিলের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। (সূত্র : দৈনিক যায়যায়দিন) শুরু হলো লুকোচুরি খেলা প্রকৃত ঘটনা ও হামলাকারী ছাত্রলীগ কর্মীদের পরিচয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরও সরকার ও পুলিশের মধ্যে চলে লুকোচুরি খেলা। দৈনিক সমকাল পত্রিকায় ১৩ ডিসেম্বর ২০১২ ‘কী জবাব স্বরাষ্ট্রমন্ত্রী’ শিরোনামে প্রকাশিত রিপোর্টে স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিবি) মনিরুল ইসলামের বক্তব্য তুলে ধরা হয়। সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেন, বিশ্বজিৎ হত্যার সাথে জড়িত আটজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু গ্রেফতারের ৪৮ ঘণ্টা পরও আটজনকে আদালতে নিয়ে যাওয়া হয়নি। অন্য দিকে একই দিন দুপুর পৌনে ১টায় ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিবি) মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিশ্বজিৎ হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে পুলিশ ছয়জনকে শনাক্ত করেছে। এই দু’জন কর্তাব্যক্তির পরস্পরবিরোধী বক্তব্যের পর অনেকের মনে প্রশ্ন জাগে, বিশ্বজিৎ হত্যাকা-ে জড়িতদের নিয়ে কেন এই লুকোচুরি খেলা? স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের পরস্পরবিরোধী বক্তব্যে বিশ্বজিৎ হত্যাকা-ে অভিযুক্তদের গ্রেফতার নিয়ে সমগ্র জাতিও অন্ধকারে নিপতিত হয়। পরবর্তীতে সরকারি পদক্ষেপ দৈনিক আজকালের খবর ১৩ ডিসেম্বর ’১২ ‘বিশ্বজিতের ৩ খুনি গ্রেফতার অন্যরাও পুলিশি জালে’ শিরোনামে রিপোর্ট করে। এতে বলা হয়, আশুলিয়ার গাজীরচর এলাকার একটি বাসা থেকে ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ওরফে শাকিল ও সৈয়দ ওবায়দুল কাদের তাহসিনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। দৈনিক ভোরের ডাক ১৩ ডিসেম্বর ’১২ ‘বিশ্বজিতের ঘাতক ওবায়দুল, নাহিদ, শাকিল গ্রেফতার’ শিরোনামে রিপোর্ট করে। ঞযব ওহফবঢ়বহফবহঃ ১৩ ডিসম্বের ’১২ ‘ঞড়ি ঔঘট ংঃঁফবহঃং ধৎৎবংঃবফ ভড়ৎ ইরংযধিলরঃ শরষষরহম.’ শিরোনামে নিউজ করে। এভাবে প্রকৃত ঘটনা দিবালোকের মত স্পষ্ট হয়ে গেলে আর ধামাচাপা দেয়ার সুযোগ না থাকায় শুরু হয় নতুন রাজনৈতিক খেলা। হত্যা মামলাটি যখন নি¤œ আদালতে বিচারিক কার্যক্রম শুরু হবে তখনই বদলির আদেশ দেয়া হয়। ১৪ জুন দ্রুত নিষ্পত্তির কথা বলে মামলাটি ঢাকার দ্রুত বিচার আদালতে ট্রান্সফার করা হয়। (সূত্র : বাংলা নিউজ, ১৩ জুন, ২০১২) এর আগে ২ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১ আসামির বিরুদ্ধে মামলার চার্জশিট দাখিল করেন ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক। মামলার সাক্ষী সংখ্যা ছিল ৬০ জন। ৫ মার্চ বিশ্বজিৎ হত্যাকা-ের ২ মাস ১৪ দিন পর ২১ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। কিন্তু তখন পর্যন্ত অভিযুক্তদের মধ্যে মাত্র আটজন কারাগারে ছিলেন। বাকি ১৩ জন আছেন ধরাছোঁয়ার বাইরে। চার্জশিটভুক্ত ২১ আসামি হলেন, ছাত্রলীগ ক্যাডার শফিকুল ইসলাম শাহীন, মাহফুজুর রহমান, এমদাদুল হক, জি এম রাশেদুজ্জামান শাওন, এইচ এম কিবরিয়া, কাইউম মিয়া টিপু, সাইফুল ইসলাম, রাজন তালুকদার, খন্দকার মোহাম্মদ ইউনুস আলী, আজিজুল হক, তারিক বিন জোহর আলম, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, কায়দুল হক তাহসীন, ইমরান হোসেন, আজিজুর রহমান, মীর মোহাম্মদ নূরে আলম মিলন, আল আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশাররফ হোসেন। জেলহাজতে থাকা আটজনের মধ্যে শাকিল, নাহিদ, এমদাদ ও শাওন সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। মামলার রায় ঘোষণা অবশেষে ১৮ ডিসেম্বর বুধবার বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। রায় পরবর্তী প্রথমআলোডটকম- এর প্রতিবেদনে বলা হয়, ‘পুরান ঢাকায় দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২১ জন কর্মীর মধ্যে আটজনকে মৃত্যুদ-ের আদেশ দেয়া হয়েছে। বাকি ১৩ জনকে যাবজ্জীবন কারাদ- ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এর বিচারক এ বি এম নিজামুল হক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদ- পাওয়া ছাত্রলীগের আট কর্মী হলেনÑ রফিকুল ইসলাম ওরফে শাকিল, মাহফুজুর রহমান ওরফে নাহিদ, জি এম রাশেদুজ্জামান ওরফে শাওন, কাইয়ুম মিয়া, ইমদাদুল হক ওরফে এমদাদ, সাইফুল ইসলাম, রাজন তালুকদার ও নূরে আলম ওরফে লিমন। তাদের মধ্যে রাজন তালুকদার ও নূরে আলম পলাতক। বাকি ছয়জন কারাগারে আছেন। যাবজ্জীবন কারাদ- পাওয়া ছাত্রলীগের বাকি ১৩ কর্মী হলেনÑ এ এইচ এম কিবরিয়া, গোলাম মোস্তফা, খন্দকার ইউনুস আলী, তারেক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশাররফ হোসেন। এদের মধ্যে এস এম কিবরিয়া ও গোলাম মোস্তফা কারাগারে আছেন। বাকি ১১ জন পলাতক। প্রায় সকল জাতীয় দৈনিক, টিভি চ্যানেল ও অনলাইন পত্রিকায় রায়ের খবরটি বেশ গুরুত্বের সাথে ছাপা হলেও দ-প্রাপ্তদের রাজনৈতিক পরিচয় তুলে ধরতে অনেক মিডিয়া তখনো লজ্জাবোধ করে। সত্যের প্রকাশে হলুদ সাংবাদিকতার পরাজয় ধীরে ধীরে গোটা বিষয়টি দেশবাসীর সামনে পরিষ্কার হয়ে গেল। খুনের ঘটনায় জড়িত থাকায় যে আটজনকে গ্রেফতার করা হলো তারা সবাই সরকারের সোনার ছেলে ছাত্রলীগের নেতা। যে ২১ জনকে অভিযুক্ত করে চার্জ গঠন করা হলো তারাও ছাত্রলীগের নেতাকর্মী। সর্বশেষ যে আটজনকে মৃত্যুদ-াদেশ এবং যে ১৩ জনকে যাবজ্জীবন কারাদ- ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হলো তাদের মধ্যেও শিবিরকে খোঁজে পাওয়া গেল না। এভাবে শেষ পর্যন্ত আবিষ্কার করা গেল না ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা। এ বর্বর ঘটনার সাথে শিবিরকে জড়ানোর জন্য সরকারের কর্তাব্যক্তিরা কত চেষ্টাই না করলেন। মিডিয়ার সামনে গাল ভরে গলাবাজিও করলেন প্রচুর। আর দলকানা হলুদ মিডিয়াগুলো শিবিরকে জড়িয়ে কত ফিচার, কত প্রতিবেদনই না তৈরি করে প্রচার ও প্রকাশ করলো। কিন্তু শেষ পর্যন্ত সরকারি মদদপুষ্ট মিডিয়াগুলোতে প্রচারিত সব ফিচার-প্রতিবেদনই মিথ্যা প্রমাণিত হলো। সরকারি কর্তাব্যক্তিদের সব গলাবাজিও বৃথা গেল। বস্তুত সত্যের কাছে পরাজিত হলো হলুদ সাংবাদিকতা ও অন্ধ দোষারোপের ঘৃণ্য অপচেষ্টা। কাজেই বলা যায়, বর্বরতা ও নির্মমতায় বিশ্বজিৎ হত্যাকা-টি যতটা ঘৃণা পাবার যোগ্য, তার চেয়ে ঢের বেশি ঘৃণা পাবার যোগ্য এর সাথে শিবিরকে জড়ানোর অপচেষ্টা। (চলবে...) লেখক : প্রচার সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির