post

আবদুল হালীম খাঁ

এর কবিতা দিগন্ত প্রতীক্ষায় অস্থির

২৫ জানুয়ারি ২০২০

অসম্ভব ভিড় ঠেলে ঠেলে এ পর্যন্ত এসেছি না, কোথাও দাঁড়াইনি। ইচ্ছে, আরো যাবো কিছু দূর।

এখন খুব জোরে বইছে ঝড় হ্যাঁ, ঝড়ো হাওয়াই আমার প্রয়োজন ঝড়ের মধ্যে আমি বেশ দ্রুত চলতে পারি।

অন্ধকার! অন্ধকারের কথা তোমার বলতে হবে না অন্ধকারের পরতে পরতে আছে কণা কণা আলো আমার জন্য তোমার কিছু ভাবতে হবে না। আজীবন হেঁটে হেঁটে অভ্যস্ত কিনা!

না, এ পথিকের জন্য চিন্তা করো না পথে পথেই আমার জীবন কাটছে বেশ ভালো না, আর দাঁড়াবো না। দাঁড়াবার সময় কোথায়?

ইচ্ছে, আরো দূরে যাবো, যেখানে দাঁড়িয়ে নতুন দিগন্ত আমার প্রতীক্ষায় অস্থির.....

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির