post

চাকরিপ্রার্থীদের জন্য মডেল টেস্ট

২১ ফেব্রুয়ারি ২০২১
১. ‘চন্ডীমঙ্গল’ কাব্যের আদি কবি কে? ক. কানা হরিদত্ত খ. বিজয় গুপ্ত গ. মুকুন্দরাম চক্রবর্তী ঘ. মানিক দত্ত ২. ‘ষড়ভুজ’ কোন সমাসের উদাহরণ? ক. তৎপুরুষ সমাস খ. বহুব্রীহি সমাস গ. দ্বিগু সমাস ঘ. দ্বন্দ্ব সমাস ৩. ‘কাকাতুয়া’ কোন ভাষার শব্দ? ক. গ্রিক খ. মেক্সিকান গ. পাঞ্জাবি ঘ. মালয় ৪. নিচের যে বিরাম চিহ্নের বিরতিকাল নেই? ক. হাইফেন খ. ডেশ গ. কমা ঘ. সেমিকোলন। ৫. ‘শিবরাত্রির সলতে’ বাগধারাটির অর্থ কী ? ক. শিবরাত্রির আলো খ.একমাত্র সঞ্চয় গ. একমাত্র সন্তান ঘ. শিবরাত্রির গুরুত্ব ৬. ‘ইতল বিতল’ শিশুতোষ গ্রন্থটি কার লেখা? ক. জহির রায়হান খ. শামসুর রাহমান গ. সুফিয়া কামাল ঘ. সেলিনা রহমান ৭. সূর্য-এর প্রতিশব্দ কোনটি? ক. সুধাংশু খ. শশাঙ্ক গ. বিধু ঘ. আদিত্য ৮. গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? ক. শবপোড়া খ. শবদাহ গ. মড়াদাহ ঘ. শবমড়া ৯. ‘উত্তম পুরুষ’ কোন ধরনের সাহিত্য? ক. কাব্য খ. মহাকাব্য গ. উপন্যাস ঘ. নাটক ১০. মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য কোনটি? ক. হাঙ্গর নদী গ্রেনেড খ. কবর গ. চিলেকোঠার সেপাই ঘ. নেমেসিস ১১. নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয় ক. করছিলাম খ. করেছি গ. করছি গ. করব ১২. বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি? ক. ১১ টি খ. ২৬ টি গ. ৫০ টি ঘ. ৩৯ টি ১৩. নয়ন শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ক. নী+নক খ. নী+অন গ. নে+অন ঘ. নৈ+অন ১৪. আমার যাওয়া হয়নি কোন কারকে কোন বিভক্তি? ক. কর্তায় ষষ্ঠী খ. কর্তায় শূন্য খ. কর্মে পঞ্চমী ঘ. কর্মে ষষ্ঠী ১৫. সংলাপ-এর সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. সং+লাপ খ. সম্+লাপ গ. সম+আলাপ ঘ. সামো+লাপ 16. Who is called the poet of beauty? A. William Wordsworth B. John Keats C. PB Shelley D. William Shakespeare 17. An ordinance is A. Book B. A law C. An arms factory D. None 18. A poem of 14 line is called A. Elegy B. Epic C. Sonnet D. Ode 19. Which is the following is not plural form A. Bacteria B. Formula C. Genera D. Media 20. Choose the correct spelling A. Bellicousity B. Velocity C. Bellisocity D. Bellicosity 21. What is the synonym of incite A. Unrge B. Permit C. Instigate D. Deceive 22. What is the adjective of brevity A. Brave B. Bravery C. Brief D. Briefly 23. I am fatigued. ........ Wide travelling A. By B. With C. On D. To 24. Fortune ........ the brave A. Favoured B. Had favoured C. With favoured D. Favours 25. T.S Eliot was born in A. India B. England C. USA D. Wales 26. The word sibling means A. A brother B. A sister C. A brother or sister D. An infant 27. A lost opportunity never returns here, "lost" is a A. Gerund B. Verbal noun C. Gerundial infinitive D. Participle 8. Chose the voice : who is calling me A. By whom am I called B. By whom I am called C. By whom am I being called D. Whom am I called by 29. Which one of the following words is masculine A. Mare B. Lad C. Pillow D. Pony 30. The negative of "both Rajib and Adeeb did this" A. No only Rajib but also Adeeb did this B. Not only Rajib but also Adeep did this C. Not Rajib but also Adeeb did this D. Not only Rajib but also Adeeb was done this ৩১. সাম্প্রতিক মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে কত তারিখ? ক. ০১/০২/২১ খ. ০২/০২/২১ গ. ০৩/০২/২১ ঘ. ০৪/০২/২১ ৩২. ৬ জানুয়ারি -২১ কোন দেশ AIIB এর ৮৫তম সদস্যপদ লাভ করে? ক. টোঙ্গা খ. বেনিন গ. বেলজিয়াম ঘ. আলজেরিয়া ৩৩. অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল ক. ২০২১-২০২৫ খ. ২০২২-২০২৭ গ. ২০২৩-২০২৭ ঘ. ২০২৪-২০২৯ ৩৪. Bip messaging app কোন দেশভিত্তিক? ক. কাতার খ. তুরস্ক গ. মিশর ঘ. বাংলাদেশ ৩৫. ভাসানচর থানা কত তারিখে উদ্বোধন করা হয় ? ক. ১৮/০১/২১ খ. ১৯/০১/২১ গ. ২০/০১/২১ ঘ. ১৯/০১/২০ ৩৬. বর্তমান কোন দেশে সর্বাধিক ঔষধ রপ্তানি করা হয়? ক. ভারত খ. মিয়ানমার গ. মালয়েশিয়া ঘ. কাতার ৩৭. বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল? ক. বর্ধমান হাউস খ.আহসান মঞ্জিল গ. চামেলি হাউস ঘ. বাংলা ভবন ৩৮. Water Aid কোন দেশভিত্তিক এনজিও ক. যুক্তরাজ্য খ. যুক্তরাষ্ট্র গ. জার্মানি ঘ. ফ্রান্স ৩৯. কোনটি D-৮ ভুক্ত দেশ নয়? ক. নাইজেরিয়া খ. ভারত গ. মালয়েশিয়া ঘ. তুরস্ক ৪০. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? ক. ৯৮.৮ f খ. ৯৮.৪ f গ. ৯৮.৫ f ঘ. ৩৬.৯ f ৪১. পানির ঘনত্ব সবচেয়ে বেশি ক. ১০c খ. ০c গ. ৪c ঘ. ১০০c ৪২. নিরক্ষীয় অঞ্চলের পানি ক. উষ্ণ ও হালকা খ. উষ্ণ ও ভারী গ. শীতল ও হালকা ঘ. শীতল ও ভারী ৪৩. কম্পিউটারের তথ্যের দৈর্ঘ্য মাপা হয় ক. বাইট-এ খ. মিলিমিটারে গ. ইঞ্চিতে ঘ. বিট-এ ৪৪. গারো উপজাতি বাস করে- ক. পার্বত্য চট্টগ্রাম খ. সিলেট গ. টাঙ্গাইলে ঘ. ময়মনসিংহে ৪৫. বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয়- ক. ১৯৭৩ সালে খ. ১৯৯১ সালে গ. ১৯৯৬ সালে ঘ. ১৯৮৬ সালে ৪৬. প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? ক. চন্দ্রগুপ্ত মৌর্য খ.অশোক মৌর্য গ. সমুদ্র গুপ্ত ঘ. কোনোটিই নয় ৪৭. বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? ক. স্পিকার খ. জাতীয় সংসদ গ. রাষ্ট্রপতি ঘ. প্রধানমন্ত্রী ৪৮. কোনটি স্থানীয় সরকার নয়? ক. পৌরসভা খ. পল্লী বিদ্যুৎ গ. সিটি কর্পোরেশন ঘ. উপজেলা পরিষদ ৪৯. বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব ক. সিরাজউদ্দৌলা খ. মুর্শিদকুলি খান গ. ইলিয়াস শাহ ঘ. আলাউদ্দিন হোসেন শাহ ৫০. ম্যানগ্রোভ কী? ক. শালবন খ. চিরহরিৎ বন গ. উপকূলীয় বন ঘ. কেওড়া বন উত্তরমালা: ১=ঘ ৬=গ ১১=ক ১৬=খ ২১=গ ২৬=গ ৩১=ক ৩৬=খ ৪১=গ ৪৬=ক ২=গ ৭=ঘ ১২=গ ১৭=খ ২২=গ ২৭=ঘ ৩২=ক ৩৭=ক ৪২=ক ৪৭=গ ৩=ঘ ৮=খ ১৩=খ ১৮=গ ২৩=ক ২৮=গ ৩৩=ক ৩৮=ক ৪৩=ঘ ৪৮=খ ৪=ক ৯=গ ১৪=ক ১৯=খ ২৪=ঘ ২৯=খ ৩৪=খ ৩৯=খ ৪৪=ঘ ৪৯=খ ৫=গ ১০=খ ১৫=ক ২০=ঘ ২৫=গ ৩০=খ ৩৫=খ ৪০=খ ৪৫=খ ৫০=গ

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির