post

চাকরিপ্রার্থীদের জন্য মডেল টেস্ট

২১ ফেব্রুয়ারি ২০২১
১. নৈতিক শক্তির প্রধান উপাদান কোনটি? ক) সততা ও নিষ্ঠা খ) মায়া ও মমতা গ) কর্তব্যপরায়ণতা ঘ) উদারতা ২. আমলাতন্ত্রের জনক কে? ক) মন্টেস্কু খ) প্লেটো গ) এরিস্টটল ঘ) ম্যাক্স ওয়েবার ৩. বাংলাদেশের সংবিধানে বিদেশী নাগরিক সংবিধানের কয়টি অধিকার ভোগ করে? ক) ৬ খ) ৭ গ) ৮ ঘ) ৯ 4. What is the main theme of ‘Hamlet’? a) Love b) Revenge c) Kind d) Sin 5. ‘Gulliver’s travels’ is a famous__ by Jonathan Swift. a) novel b) play c) epic d) drama 6. Who wrote the poem ‘O Captain! My Captain!’ a) Robert Forest b) T.S. Eliot c) Walt Whitman d) Matthew Arnold ৭. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস? ক) সেঁজুতি খ) শ্যামলী গ) রাজর্ষি ঘ) মাল্যদান ৮. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? ক) একাত্তরের যিশু খ) নরকে লাল গোলাপ গ) অবেলায় অসময় ঘ) যে অরণ্যে আলো নেই ৯. বেগম রোকেয়া রচিত প্রথম রচনা কোনটি? ক) মতিচুর খ) অবরোধবাসিনী গ) পদ্মরাগ ঘ) সুলতানার স্বপ্ন ১০. ‘কাহ্নপা’ চর্যাপদে কতটি পদ রচনা করেছেন? ক) ১০টি খ) ১৩টি গ) ১২টি ঘ) ১৪টি ১১. ‘নিরঞ্জনের রুষ্মা’ কী? ক) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের একটি কবিতা খ) সেক শুভোদয়া কাব্যের একটি কবিতা গ) শূন্যপুরাণ কাব্যের একটি কবিতা ঘ) লোকসাহিত্য ১২. বাংলা ধ্বনিমালায় নাসিক্য ধ্বনি কয়টি? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ১৩. ‘পদায়ন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কী হবে? ক) পদ+আয়ন খ) পদ+অয়ন গ) পদ+অন ঘ) পদ+য়ন ১৪. ‘নাগরিক’ কোন পদ? ক) বিশেষণ খ) বিশেষ্য গ) অব্যয় ঘ) ক্রিয়া বিশেষণ ১৫. ‘হাসনাহেনা’ কোন ভাষার শব্দ? ক) ফারসি খ) আরবি গ) জাপানি ঘ) হিন্দি ১৬. কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত? ক) নাউরু খ) কেনিয়া গ) কিউবা ঘ) গায়ানা ১৭. আয়তনের দিক থেক আফ্রিকার ক্ষুদ্রতম দেশ- ক) সিচেলেস খ) বতসোয়ানা গ) তিউনিসিয়া ঘ) বেনিন ১৮. বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোনের বিপুল উপস্থিতি রয়েছে? ক) ট্রপোমণ্ডল খ) স্ট্রাটোমণ্ডল গ) মেসোমণ্ডল ঘ) তাপমণ্ডল ১৯. বাংলাদেশে সাধারণত ঘূর্ণিঝড় হয়- ক) মৌসুমি বায়ু প্রবাহের পূর্বে খ) মৌসুমি বায়ু ঋতুতে গ) মৌসুমি বায়ু ঋতুর পরবর্তী সময়ে ঘ) শীতকালে 20. ‘Hard labour has ______ him.’ a) broken down b) broken on c) broken out d) broken upon 21. No spelling error occurs in ___ a) Scaning b) Dysaster c) Dissonance d) Dynosaur 22. Give the part of speech of the underlined word: I saw him once before. a) Noun b) Pronoun c) Verb d) Adverb 23. Which sentence is correct? a) More you read, less you understand. b) The more you read, less you understand. c) The more you read, the less you understand. d) More you read, the less you understand. 24. He tells a tale that sounds untrue. Here the ‘that sounds untrue’ is- a) an adjective clause b) an adverb clause c) a noun clause d) a main clause ২৫. ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ (Charter) কোথায় স্বাক্ষরিত হয়? ক) সানফ্রান্সিসকো খ) নিউ ইয়র্ক গ) প্যারিস ঘ) জেনেভা ২৬. কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম? ক) UNV খ) DTCD গ) UNFPA ঘ) UNDP ২৭. ‘আন্তর্জাতিক শিশু অধিকার’ সনদ গৃহীত হয়- ক) ১৯৮৯ সালে খ) ১৯৯০ সালে গ) ২০০০ সালে ঘ) ২০০১ সালে ২৮. কোন দেশটি কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (ঈওঝ) এর সদস্য রাষ্ট্র? ক) পোল্যান্ড খ) চীন গ) বেলারুশ ঘ) জার্মানি ২৯. ই-গভর্মেন্ট সূচকে বর্তমানে শীর্ষ দেশ কোনটি? ক) আইসল্যান্ড খ) সুইডেন গ) নরওয়ে ঘ) ডেনমার্ক ৩০. সতীদাহ প্রথা বিলোপ করেন কে? ক) লর্ড বেন্টিঙ্ক খ) লর্ড ক্যানিং গ) লর্ড মেরো ঘ) লর্ড রিপন ৩১. কতটি কারণে সাংসদের আসন শূন্য হতে পারে? ক) ছয়টি খ) পাঁচটি গ) সাতটি ঘ) আটটি ৩২. বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে- ক. ২৩(ক) খ. ২৭(খ) গ. ২২(গ) ঘ. ৪৮(ঘ) ৩৩. নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত শতাব্দীতে? ক) চতুর্থ খ) পঞ্চম গ) ষষ্ঠ ঘ) সপ্তম ৩৪. নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? ক) আলপাইন খ) আদি অস্ট্রেলীয় গ) নার্কিড ঘ) মঙ্গোলীয় ৩৫. মারমা জাতিসত্তার বর্ষবরণ উৎসব কী নামে পরিচিত? ক) বৈসুক খ) সাংগ্রাই গ) ওয়ানগালা ঘ) বিজু ৩৬. দুই ইনপুটবিশিষ্ট অর (ঙজ) গেইট-এর আউটপুট শূন্য হয় যখন... হয়। ক) উভয় ইনপুট শূন্য খ) যে কোনো একটি ইনপুট শূন্য গ) উভয় ইনপুট ‘১’ ঘ) যে কোনো একটি ইনপুট ‘১’ ৩৭. নিচের কোনটি Open source-code ব্যবহার করে চলে? ক) UNIX খ) OS/2 গ) Windows ঘ) Linux ৩৮. নিচের কোনটি ওয়েব সার্চ ইঞ্জিন নয়? ক) MSN খ) AOL গ) Lycos কোনটিই নয় ৩৯. প্রাণিদেহের দীর্ঘতম কোষটির নাম - ক) RBC খ) গবলেট গ) WBC ঘ) নিউরন ৪০. কোন মৌলটি সবচেয়ে বেশি নিষ্ক্রিয়? ক) হাইড্রোজেন খ) হিলিয়াম গ) নাইট্রোজেন ঘ) অক্সিজেন ৪১. দেহে আমিষের কাজ কী? ক) এন্টিবডি উৎপাদন হ্রাস করা খ) দেহে কোষগুলোর বিপাকক্রিয়া বৃদ্ধি করা গ) দেহে কোষগুলোর কার্যক্ষমতা হ্রাস করা ঘ) দেহে কোষগঠনে সহায়তা করা ৪২. তাপমাত্রা বৃদ্ধির সাথে অর্ধপরিবাহীর পরিবাহকত্ব- ক) বৃদ্ধি পায় খ) হ্রাস পায় গ) অপরিবর্তিত থাকে ঘ) সম্পর্কহীন ৪৩. প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? ১৪, ৬, ২১, ৯, ২৮, ১২, -, - ? ক) ৩০, ১৫ খ) ২০, ৩৫ গ) ১৫, ২৫ ঘ) ৩৫, ১৫ ৪৪. শিল্পী ৮ কিলোমিটার পূর্বে গিয়ে ডানদিকে ঘুরলো এবং ৩ কিলোমিটার গেল। আবার সে ডান দিকে ১২ কিলোমিটার গেল। যাত্রাস্থান থেকে তার সোজাসুজি দূরত্ব কত? ক) ১০ কি.মি. খ) ৬ কি.মি. গ) ৫ কি.মি. ঘ) ৭ কি.মি. ৪৫. Realist : Quixotic :: ক) Scholar : Pedantic খ) Fool : Idiotic গ) Idler : Lethargic ঘ) Tormentor : Sympathetic ৪৬. নিচের কোনটি ব্যতিক্রম? ক) মোগাদিসু খ) পোর্ট অব প্রিন্স গ) নাইরোবি ঘ) ডাকার ৪৭. টাকায় ৪টি ও ৬টি দরে সমান সংখ্যা লেবু কিনে টাকায় ৫টি দরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে? ক) ৪% ক্ষতি খ) ৫% লাভ গ) ৬% ক্ষতি ঘ) ১৪% লাভ ৪৮. একটি রম্বস ক্ষেত্রের কর্ণ যথাক্রমে ৫ সেন্টিমিটার ও ৪.৫ সেন্টিমিটার। উহার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? ক) ২.২৫ বর্গ সে.মি. খ) ২২.৫০ বর্গ সে.মি. গ) ১২.৫০ বর্গ সে.মি. ঘ) ১১.২৫ বর্গ সে.মি. ৪৯. =১, = ২ এবং = ৩ হলে এর মান কত? ক) ১ খ) ৬ গ) ২ ঘ) ৫ ৫০. <7  এর সমাধান কত? ক) 2<x<5 খ) -2<x<5 গ) 3<x<5 ঘ) 1<x<5 উ ত্ত র মা লা- ১. ক, ২. ঘ, ৩. ক, ৪. ন, ৫. ধ, ৬. প, ৭. গ, ৮. গ, ৯. ক, ১০. খ, ১১. গ, ১২. খ, ১৩. ক, ১৪. ক, ১৫. গ, ১৬. ক, ১৭. ক, ১৮. খ, ১৯. ক, ২০. ধ, ২১. প, ২২. ফ, ২৩. প, ২৪. ধ, ২৫. ক, ২৬. ঘ, ২৭. ক, ২৮. গ, ২৯. ঘ, ৩০. ক, ৩১. খ, ৩২. ক, ৩৩. খ, ৩৪. খ, ৩৫. খ, ৩৬. ক, ৩৭. ঘ, ৩৮. খ, ৩৯. ঘ, ৪০. খ, ৪১. ঘ, ৪২. ক, ৪৩. ঘ, ৪৪. গ, ৪৫. ঘ, ৪৬. খ, ৪৭. ক, ৪৮. ঘ, ৪৯. খ, ৫০. খ।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির