প্রশ্ন : রাজধানীসহ সারা দেশে সংগঠনের নানা কর্মসূচি বাস্তবায়িত হওয়ার পরও মিডিয়া প্রচার না করায় সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। এমতাবস্থায় মানুষের কাছে আমাদের এসব খবর পৌঁছাতে মিডিয়ার বিকল্প হিসেবে সংগঠন কী চিন্তা করছে?
-আব্দুল ওহাব বাবুল, শিক্ষার্থী, চরকৈলাশ হাদিয়া ফাজিল মাদ্রাসা, নোয়াখালী
উত্তর : উক্ত বিষয়ে সংগঠনের চিন্তার প্রেক্ষিতে কয়েকটি টার্ম সামনে আসবে। প্রথমত মিডিয়া, পরবর্তীতে গণমানুষ, সর্বশেষ বিকল্প প্রস্তাবনা। বর্তমানের প্রতিষ্ঠিত সবকটি মিডিয়া একচ্ছত্রভাবে সরকারের তাঁবেদারিতে ব্যস্ত। বলা চলে তা ব্যতীত তাদের অন্য কোনো উপায়ও নেই। গণমানুষের কথা বলতে গেলে তাদের নিকট সংগঠনের প্রতি আবেগের জায়গাটি স্পষ্ট। মিডিয়ার সন্ত্রাস যতই অপপ্রচার চালিয়ে যাক না কেন গণমানুষের বিশ্বাসের জায়গা খুব একটা পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। বিকল্প প্রস্তাবনা হিসেবে কয়েকটি বিষয়ই চিন্তা করা যায়। প্রথমত, প্রতিষ্ঠিত মিডিয়াগুলোর বিপরীতে শক্তিশালী নতুন ধারার মিডিয়া গড়ে তোলা, যা খুবই কঠিন মনে হলেও অসম্ভব নয়। বিকল্প প্রস্তাবনায় কৌশলগত অবস্থান খুবই ফলপ্রসূ হবে বলে আশা করা যায়। এক্ষেত্রে সংগঠনের অধস্তন প্রতিটি শাখায় সামাজিক সংগঠন গড়ে তোলা যেতে পারে। এসব সংগঠন দাতব্য সংস্থার মতো করে সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ নিবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার কাজকে ত্বরান্বিত করবে। সর্বোপরি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
প্রশ্ন : বাংলাদেশের নেতৃত্ব গঠনে ছাত্রশিবির কী রকম ভূমিকা পালন করে যাচ্ছে?
- শফিকুল ইসলাম শফিক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নীলফামারী সরকারি কলেজ
উত্তর : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের প্রধান ছাত্রসংগঠন। এদেশের ছাত্রসমাজের মাঝেই যাদের কর্মতৎপরতা। আউটপুট ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে দেশের সকল সেক্টরে যোগ্যতাসম্পন্ন নাগরিক তৈরির জন্য কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় শাখাসহ গুরুত্বপূর্ণ শাখাগুলো সেক্টর-ভিত্তিক লোক তৈরির জন্য কাজ করে যাচ্ছে। সকল সেক্টরে নেতৃত্ব দানের উপযোগী লোকবল তৈরির জন্য আরো যুগপৎ পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। আগামীর বাংলাদেশের নেতৃত্ব ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরই প্রদান করবে।
প্রশ্ন : বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও ইসলামী ছাত্রশিবিরকে সরকার উন্মুক্ত পরিবেশে কাজ করার সুযোগ দেয় না কেন?
- জাকারিয়া আল হোসাইন, ইংরেজি বিভাগ, নীলফামারী সরকারি কলেজ
আ হ বা ন
প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ছাত্রসমাজের মুখপত্র, আপনার প্রিয় ম্যাগাজিন ছাত্রসংবাদ পাঠকদের জন্য নিয়ে এলো নিয়মিত ‘প্রশ্নোত্তর পর্ব’। বাংলাদেশে ছাত্র আন্দোলন, ছাত্রসমস্যা, শিক্ষাঙ্গন ও সংগঠন নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আপনার প্রশ্নগুলোর উত্তর দিবেন। কেন্দ্রীয় সভাপতির কাছে আপনার প্রশ্নটি নাম ও ঠিকানাসহ পাঠিয়ে দিন আজই। প্রশ্ন পাঠানোর ই-মেইল : [email protected]
আপনার মন্তব্য লিখুন