ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় পার্টি
বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বে পল্টনে লগি-বৈঠার হামলার প্রতিক্রিয়ায় বলেন, এইভাবে রাজপথে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা গণতন্ত্রের জন্য হুমকি ছিল যার কারণে এতো জান ও মালের ক্ষতি হল।
এখান থেকে সবাইকে শিক্ষা নিতে হবে যে আগামীতে যেন কোনো মায়ের বুক এভাবে খালি না হয়।
আর এ ধরনের নৃশংসতা শুধু আওয়ামী লীগের পক্ষেই কেবল সম্ভব। বর্তমান সরকার যেহেতু রাজনৈতিক বিবেচনায় পল্টনের লগি-বৈঠা হামলাকারীদের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহার করে নিয়েছে। আমরাও আবার ক্ষমতায় এলে এই মামলা পুনরুজ্জীবিত করা হবে এবং যারা যারা দায়িত্বে ছিলেন তাদেরও এটার ফল ভোগ করতে হবে।
আমি ২৮ অক্টোবর ২০০৬ সালের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সান্ত্বনা প্রকাশ করছি এবং নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি।