post

সন্ত্রাস কখনো গণতন্ত্রের ভাষা হতে পারে না

১৩ অক্টোবর ২০১১
আসাফ উদ্-দৌলা সাবেক সচিব ও বিশিষ্ট কলামিস্ট বিশিষ্ট কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব আসাফ উদ্-দৌলা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের নৃশংস ঘটনার প্রতিক্রিয়ায় বলেনÑ ঠরড়ষবহপব কখনো গণতন্ত্রের ভাষা হতে পারে না।  কোনো সন্ত্রাসের কারণে যে ইতিহাস বদলে যায়  ২৮ অক্টোবরের ঘটনা তারই প্রমাণ। এই ঘটনার পর আমরা দেখলাম দেশের ইতিহাসই বদলে  গেল দুই বছরের জন্য। এ সুযোগে একটি সামরিক সমর্থিত সরকার দেশকে পরিচালিত করল। আর সম্পদ এবং জীবনের যে ক্ষয়-ক্ষতি হল সেটা কোনোদিনই পূরণ হবার নয়। আমি গভীর দুঃখ প্রকাশ করছি প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতির জন্য। আমি মনে করি গণতান্ত্রিক সংস্কৃতিতে এসব ধারার বিসর্জন দিতে হবে আগামীতে। ২৮ অক্টোবরের এ ঘটনার  বিচার না হলে আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। দুঃখজনক হলেও সত্যি, বাংলাদেশের বর্তমান রাজনীতিতে কোনো ধরনের গুণগত পরিবর্তন হয়নি। কিন্তু আমাদের একে অপরের মধ্যে পরস্পর সহনশীলতা এবং সংযম ও সহমর্মিতার বড়ই প্রয়োজন। যারা এ ধরনের ঘটনার সাথে জড়িত তাদের যদি বিচার করা না হয় তাহলে ক্ষয়ক্ষতি এবং গর্হিত কাজ ভবিষ্যতেও হতে পারে। যে কোনো প্রাণ ও সম্পাদহানি অবশ্যই দুঃখজনক। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির