জান্নাতের একটি পাখি, একটি ফুল
যার নাম ইবনুল,
এই নামেতে এই ভবেতে
গান গেয়ে যায় শিল্পীকুল।
তার কফিন ছুঁয়ে ঈমান নিয়ে
শপথ নিলো যারা,
এই জমিনে আল্লাহর দীন
কায়েম করবে তারা।
হাস্যোজ্জ্বল মুখটি তার
ডাক দিয়ে যায় বারবার,
এমনি জীবন ভাগ্যে মিলে
গুনে গুনে কয় জনার।
সোনার ছেলে গেলে চলে
মাকে দিয়ে ফাঁকি
মা এখন হোক তার
জান্নাতুল বাকি॥
(শহীদ ইবনুল ইসলাম পারভেজ স্মরণে
তার খালাম্মার লেখা কবিতা)