post

চাকরিপ্রার্থীদের জন্য মডেল টেস্ট

২১ ফেব্রুয়ারি ২০২১
১. GFP ২০২১ সালের সামরিক শক্তি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত তম? ক. ৩৫তম খ. ৪৫তম গ. ৫৫তম ঘ. ৫৭তম ২. ২০২১ সালে কোন সরকারি বিশ্ববিদ্যালয়টি কার্যকম শুরু করে? ক. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খ. বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় গ. শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ঘ. ক ও খ উভয়ই ৩. ২০২১ সালে ২১ শে পদক লাভ করেন কতজন? ক. ১৮ জন খ. ১৯ জন গ. ২০ জন ঘ. ২১ জন ৪. ওআইসির ১৫তম সম্মেলন ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে? ক. গাম্বিয়া খ. জার্মানি গ. যুক্তরাষ্ট্র ঘ. যুক্তরাজ্য ৫. মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান কে? ক. সচিব খ. সিনিয়র সচিব গ. মন্ত্রী ঘ. রাষ্ট্রপতি ৬. পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে? ক. বেঞ্জামিন ফ্রাঙ্কলিন খ. রজার বেকন গ. টমাস এডিসন ঘ. নিউটন ৭. কুর্দিস্থানের রাজধানীর নাম কী? ক. এরবিল খ. সানা গ. মালেপ্পো ঘ.পূর্ব গৌতা ৮. বলিভার কোন দেশের মুদ্রার নাম? ক. ভেনিজুয়েলা খ. সানা গ. গুয়েতেমালা ঘ. সিরিয়া ৯. জাতীয় দুর্যোগ প্রশমন দিবস কবে? ক. ৮ মার্চ খ. ৯ মার্চ গ. ১০ মার্চ ঘ. ১০ এপ্রিল ১০. প্রথম রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা হয় কবে? ক. ৪ ডিসেম্বর ২০ খ. ২৮ ডিসেম্বর ২০ গ. ১ জানুয়ারি ২১ ঘ. ৪ ফেব্রুয়ারি ২১ ১১. ‘জো বাইডেন’ আমেরিকার কততম প্রেসিডেন্ট? ক. ৪৭তম খ. ৪৩তম গ. ৪১তম ঘ. ৪৬তম ১২. আদমশুমারি গণনা শুরু হবে ২০২১ সালের ক. ১৫-২৭ জুলাই খ. ২২-২৯ জুলাই গ. ২৫-৩১ অক্টোবর ঘ. ২৫-৩১ আগস্ট ১৩. কোন দেশের করোনা টিকার নাম ফেলুদা? ক. রাশিয়া খ. চীন গ. ভারত ঘ. ফ্রান্স ১৪. ‘লিটিল বাংলাদেশ’ কোথায় অবস্থিত? ক. লসঅ্যাঞ্জেলেস খ. পূর্ব লন্ডন গ. ভ্যাস্কুবার ঘ. ইয়াকোয়াহা ১৫. ২০২০ সালে অনুষ্ঠিত ১৭তম ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় কোন দল? ক. লিভারপুল খ. টাইগ্রেস গ. আল দুহাইল ঘ. বায়ার্ন মিউনিখ ১৬. ‘গালওয়ান উপত্যকা’ কোন দেশ দুটির মধ্যে অবস্থিত? ক. ভারত-পাকিস্তান খ. ভারত-নেপাল গ. চীন-পাকিস্তান ঘ. চীন-ভারত ১৭. ২০২১ সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? ক. তেহরান খ. তিবলিসি গ. বাগদাদ ঘ. রিয়াদ ১৮. নিচের কোন সংস্থাটি ২০২০ সালে তাদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে- ক. জাতিসংঘ খ. ওআইসি গ. আইএমএফ ঘ. ইইউ ১৯. নিচের কোনটি মূল্যবোধের উপাদান? ক. আইনের শাসন খ. শৃঙ্খলাবোধ গ. সামাজিক ন্যায়বিচার ঘ. সবগুলোই ২০. কোনটি নৈতিক উৎস নয়? ক. মানব আচরণ খ. ঐতিহ্য গ. আইন ঘ. ধর্ম ২১. চাঁদ সওদাগর কোন মঙ্গলকাব্যের নায়ক? ক. চণ্ডীমঙ্গল খ. ধর্ম মঙ্গল গ. অন্নদামঙ্গল ঘ. মনসামঙ্গল ২২. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী? ক. সমাস খ. কারক গ. সন্ধি ঘ. লিঙ্গ ২৩. নিচের কোন দুটি অঘোষধ্বনি? ক. চ, ছ খ. ড, ঢ গ. ব, ভ ঘ. দ, ধ ২৪. দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? ক. চালাক-চতুর খ. তাল-তমাল গ. দুঃখপ্রাপ্ত ঘ. অলৌকিক ২৫. নিচের কোন বানানটি শুদ্ধ নয়- ক. গরিমা খ. কারুণ্য গ. স্মার্ত ঘ. রোপণ ২৬. প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতা কে? ক. আহসান হাবীব খ. শামসুর রাহমান গ. মহাদেব সাহা ঘ. আলাউদ্দিন আল আজাদ ২৭. আমার দরখাস্তটা পড়–ন কী অর্থে অনুজ্ঞা? ক. অনুরোধ খ. প্রার্থনা গ. বিধান ঘ. আদেশ ২৮. প্রত্যুষ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. প্রতি+ঊষ খ. প্রতি+উস গ. প্রতু+উষ ঘ. প্রত্যু+উষ ২৯. ফৌজদারি কোন ভাষার শব্দ? ক. ফারসি খ. পর্তুগিজ গ. তুর্কি ঘ. ওলন্দাজ ৩০. ঐুনৎরফ শব্দের বাংলা পরিভাষা কী? ক. উন্নত ফসল খ. কৃত্রিম প্রজনন গ. সংকর ঘ. উচ্চফলন ৩১. উড়নচণ্ডি বাগধারার অর্থ কী? ক. হতভাগ্য খ. শ্রমবিমুখ গ. অমিতব্যয়ী ঘ. হটকারী ৩২. মশা মারতে কামান দাগা, কোন কারকে কোন বিভক্তি? ক. কর্মে শূন্য খ. কর্মে ৫মী গ. কর্তায় শূন্য ঘ. কোনটিই নয় ৩৩. চক্ষুর সম্মুখে এর বাক্য সংকোচন কোনটি? ক. প্রত্যক্ষ খ. পরোক্ষ গ. চাক্ষুষ ঘ. চাক্ষুষে ৩৪. বিষাদ শব্দের বিপরীত শব্দ কোনটি? ক. প্রসাদ খ. প্রষাদ গ. প্রসাধ ঘ. প্রস্বাদ ৩৫. শ্রীমান এর স্ত্রী লিঙ্গ কোনটি? ক. শ্রীমানী খ. শ্রীমতী গ. শ্রিমতী ঘ. শ্রমতা 36. What does the word “brochure” means? A. Apamphlet B. An alphabetic list of words C. A bibliography D. Anagram 37. Synonym of the word ‘Schism’- A. shred B. connection C. split D. ascend 38. He was -to die. A. in B. since C. from D. about 39. He is hard- hearing A. On B. since C. Of D. about 40. you - better go now. The missing word is- A. would B. may C. might D. had 41. The plural from of “Apex’ is- A. Apexes B. Apices C. Apexos D. Apexeon 42. I know you . (complex) A. I know what you are B. I know who you are C. I know who are you D. I know what are you 43. What is the adjective of village is- A. Rural B. Village people C. Villagely D. Villaging 44. The prefix “im”can be added to- A. capable B. human C. chastity D. Part 45. To be or not to be that is the – A. matter B. question C. main issue D. answer 46. he was----ewe A. An B. The C. A D. No article 47. An application usually contains- parts. A. 4 B. 7 C. 6 D. 8 48. He is a maddog.- here the comparison is- A. Simile B. Hyperbole C. Euphemism D. Metaphor 49. Who is the author of the literary work “Alcestic”? A. Euripides B. Sophocles C. Shakespeare D. Homer 50. Which one is related to medical theory? A. Comedy of manner B. Comedy of humours C. Dark comedy D. Aggressive humour comedy.

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির