post

চাকরিপ্রার্থীদের জন্য মডেল টেস্ট

২১ ফেব্রুয়ারি ২০২১

১. ১৫ আগস্ট ১৯৭১ সালে পরিচালিত অপারেশন জ্যাকপটের নেতৃত্ব দানকারী ছিলেন কে? ক) কমোডোর আব্দুল ওয়াহিদ চৌধুরী খ) মেজর খালেদ মোশাররফ গ) বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ঘ) মেজর রফিকুল ইসলাম ২. সরকারি বিল উত্থাপনের জন্য প্রয়োজন হয় কত দিন? ক) ৭ দিন, খ) ১৫ দিন, গ) ৩০ দিন, ঘ) ৬০ দিন ৩. মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? ক) মৃণাল হক খ) তানভীর করিম গ) কামরুল হাসান ঘ) মোস্তফা হারুন কুদ্দুস ৪. কত সালে সর্বপ্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়? ক) ১৯৪৮ খ) ১৯৫০ গ) ১৯৫২ ঘ) ১৯৫৪ ৫. বঙ্গবন্ধু সরকার কত বিঘা কৃষিজমির খাজনা মওকুফ করেছিল? ক) ২০, খ) ২৫, গ) ৩০, ঘ) ৩৫ ৬. মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে কে মসনদ-ই-আলা উপাধি ধারণ করেন? ক) মুসা খান খ) ওসমান খান গ) ঈসা খান ঘ) সোনাগাজী ৭. ইএগঊঅ যাত্রা শুরু করে- ক) ১৯৮০ খ) ১৯৮১ গ) ১৯৮২ ঘ) ১৯৮৩ ৮. ঘঅঞঙ-তে যোগদানকারী সর্বশেষ সদস্য দেশের নাম কী? ক) রোমানিয়া খ) কসোভো গ) মন্টিনিগ্রো ঘ) উত্তর মেসিডোনিয়া ৯. ২০২১ সালকে জাতিসংঘ কোন বর্ষ হিসেবে ঘোষণা করে? ক) আন্তর্জাতিক শান্তি ও বিশ্বস্ততা বর্ষ খ) আন্তর্জাতিক ফল মূল ও সবজি বর্ষ গ) টেকসই উন্নয়নের জন্য উদ্ভাবনী অর্থনীতি বর্ষ ঘ) সবগুলা ১০. ওজোন স্তর রক্ষার জন্য ঈঋঈ-এর পরিবর্তে বর্তমানে ফ্রিজে কী ব্যবহার করা হচ্ছে? ক) ঐঈঋঈ খ) গ্যাজেলিয়াম গ) ঝঙ২ ঘ) ঝঙ৪ ১১. বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ঝ-৪০০ ঞৎরঁসঢ়য কোন দেশের তৈরি? ক) যুক্তরাষ্ট্র খ) রাশিয়া গ) জাপান ঘ) যুক্তরাজ্য ১২. মধ্য আমেরিকার মেক্সিকো, গুয়েতেমালা, বেলিজ, হন্ডুরাস ও এলসালভাদর জুড়ে প্রাচীন যে সভ্যতা গড়ে উঠেছিল- ক) রোমান সভ্যতা খ) ইনকা সভ্যতা গ) গ্রিক সভ্যতা ঘ) মায়া সভ্যতা ১৩. বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গকিলোমিটার? ক) ৮, খ) ৯, গ) ১০, ঘ) ১২ ১৪. বাংলাদেশে মহাদেশীয় বায়ু প্রবাহিত হয় কখন? ক) শরৎকালে খ) শীতকালে গ) হেমন্তকালে ঘ) বসন্তকালে ১৫. কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি? ক) মঙ্গল খ) পৃথিবী গ) ইউরেনাস ঘ) শনি ১৬. কোনটি জলবায়ুর উপাদান নয়? ক) তাপমাত্রা খ) সমুদ্র থেকে দূরত্ব গ) বায়ুর গতি ঘ) বৃষ্টিপাত ১৭. উদ্ভিদের বায়বীয় অংশ হতে পানি হারানোর জন্য দায়ী কে? ক) শ্বসন খ) ব্যাপন গ) নিষেক ঘ) কোনটিই নয় ১৮. গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে, তা হলো- ক) ইথিলিন খ) পিরিডিন গ) কার্বন মনোক্সাইড ঘ) মিথেন ১৯. গ্যালভানাইজেশনের কাজে ব্যবহৃত হয় কোন ধাতু? ক) জিংক খ) কপার গ) সিলভার ঘ) অ্যালুমিনিয়াম ২০. পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে পরিবর্তন করতে ব্যবহৃত হয়- ক) ডায়োড খ) রেজিস্টর গ) ক্যাপাসিটর ঘ) ট্রান্সফর্মার ২১. ‘রাজা আছেন উজিরের দোহাই কেন’- এটি কী প্রকার বাক্য? ক) সরল খ) জটিল গ) যৌগিক ঘ) সাপেক্ষ ২২. ‘কালসার’ শব্দ দ্বারা কোন প্রাণীকে বোঝায়? ক) হরিণ খ) সাপ গ) ভাল্লুক ঘ) কোকিল ২৩. কোনটি মৌলিক শব্দ? ক) মেয়ে খ) লতা গ) দেনা ঘ) শ্রীশ ২৪. কোনটি সন্ধি সাধিত? ক) দেশীয় খ) বিদ্যুৎচ্ছটা গ) বিদ্যুৎদাম ঘ) দেশজ ২৫. বাংলা ধ্বনি মালায় ধ্বনি সংখ্যা কত? ক) ৪৭, খ) ৩৭, গ) ৩২, ঘ) ৪১ ২৬. গঠন রীতিতে নিচের কোন কাব্যটি মূলত নাট্যগীতি? ক) শ্রীকৃষ্ণকীর্তন খ) চৈতন্যমঙ্গল গ) চণ্ডীমঙ্গল ঘ) সারদামঙ্গল ২৭. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নয়? ক) ওরা ১১ জন খ) অপেক্ষা গ) জীবন থেকে নেয়া ঘ) মেঘের পরে মেঘ ২৮. কাজী নজরুল ইসলামের রচনা- ক) আমার কিছু কথা খ) শেষ প্রশ্ন গ) আমার কৈফিয়ত ঘ) বাঁচতে দাও ২৯. রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম কী? ক) বলাকা খ) বনফুল গ) সোনারতরী ঘ) সঞ্চয়িতা ৩০. গণতান্ত্রিক সরকারকে সঠিক পথে পরিচালিত করার অন্যতম প্রধান হাতিয়ার হচ্ছে- ক) সুশাসন খ) জনমত গ) নেতৃত্ব ঘ) মূল্যবোধ ৩১. আমাদের জীবনধারাই আমাদের সংস্কৃতি- উক্তিটি কার? ক) ফ্রেজার খ) কার্ল মার্কস গ) ম্যাকাইভার ও পেজ ঘ) ম্যালিনোস্কি ৩২. কম্পিউটারে সমস্যা সমাধানের উদ্দেশ্য সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলিকে বলা হয়- ক) সফটওয়ার খ) প্রোগ্রাম গ) অপারেটিং সিস্টেম ঘ) হার্ডওয়ার ৩৩. কোনটি বহুল ব্যবহৃত মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম নয়? ক) ডরহফড়ংি ঠরংঃধ খ) গঝ- উঙঝ গ) খরহীঁ ঘ) টহরী 34. Which of the following sentence is correct? a) The president gave away the prizes. b) The enemies gave off at last. c) The cooking coal gives in a lot of smoke. d) He will give out charge tomorrow. 35. "Please grant me two days' leave." The correct passive form is ___. K

a) Two day's leave is granted for me. b) Let me be granted two day's leave. c) May I please be granted two day's leave. d) May two day's leave be granted for me. 36. Select the correctly spelt word: a) Vengance c) Zephyr b) Unforgetable d) Tyepoid 37. He gave up _____ cricket when he got married. a) of playing b) playing c) play d) to play 38. Impudent: Imprudent K

a) Insolent: Unwise b) Zealous: Cleaver c) Sincere: Lifeless d) Creative: Lazy 39. Who wrote the epic ‘Don Juan’? a) W. Wordsworth b) Black c) Byron d) Keats 40. Othello is a Shakespeare’s play about - a) A Jew, b) A Roman, c) A Turk, d) A Moor 41. Find the odd-man-out. a) Alfred Tennyson b) Andrew Marvell c) Ben Jonson d) Dante 42. Who has written the following line? He prayeth best. who loveth best All things both great and small. K) John Keats L) P. B. Shelley M) Lord Byron N) Coleridge ৪৩. দুইটি সংখ্যার গ.সা.গু.১১ এবং ল.সা.গু. ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে, অপরটি কত? ক) ৩১৮, খ) ২৮৩, গ) ৩০৮, ঘ) ২৭৯ ৪৪. কোনো পরীক্ষায় ৬০% পরীক্ষার্থী ইংরেজিতে, ৫০% পরীক্ষার্থী গণিতে ফেল করেছে, কিন্তু ৩০% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে? ক) ৩০%, খ) ৩৫%, গ) ৪০%, ঘ) ৬০% ৪৫. (২+১)২=৩ী২ হলে, ী৩ +১ী৩ এর মান কত?

ক) ১, খ) ৩, গ) ০, ঘ) ৩্র৩ ৪৬. একটি লাইব্রেরিতে ৪ জন ছাত্র ও ৪ জন ছাত্রী আছে। দৈবভাবে ২ জনকে বাছাই করলে তারা দুইজনই ছাত্রী হওয়ার সম্ভাবনা কত? ক) ১২ খ) ৩৭ গ) ৩৪ ঘ) ৩১৪

৪৭. কোন ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি হবে- ক) ১৮০ ডিগ্রি খ) ১৫০ ডিগ্রি গ) ২৭০ ডিগ্রি ঘ) ৩৬০ ডিগ্রি ৪৮. বালিকাদের একটি সারিতে অঞ্জলি বাম দিক হতে ২২তম ও ডান দিক হতে ১৩তম স্থানে থাকলে ঐ সারিতে কতজন বালিকা আছে? ক) ৩৫, খ) ৩৯, গ) ৩৪, ঘ) ৩৭ ৪৯. যদি অচচখঊ রূপান্তরিত হয়ে ঊখচচঅ হয় তবে ২৫৬৪৭৮ হবে? ক) ৬৪৮৭২৫ খ) ৮৪৫২৬৭ গ) ৪৬৭৮২৫ ঘ) ৮৭৪৬৫২ ৫০. পানিতে এবং বাস্তবে দেখলে একই রকম দেখা যায় এ রকম ইংরেজি ক্যাপিটাল লেটার কয়টি রয়েছে? ক) ৭টি, খ) ৯টি, গ) ৫টি, ঘ) ১১টি উত্তরমালা: ১.ক ২.ক ৩.খ ৪.ক ৫.খ ৬.গ ৭.ঘ ৮.ঘ ৯.ঘ ১০.খ ১১.খ ১২.ঘ ১৩.ক ১৪.খ ১৫.ঘ ১৬.গ ১৭.খ ১৮.গ ১৯.ক ২০.ক ২১.গ ২২.ক ২৩.খ ২৪.খ ২৫.খ ২৬.ক ২৭.খ ২৮.গ ২৯.ঘ ৩০.খ ৩১.গ ৩২.খ ৩৩.খ ৩৪.ঘ ৩৫.খ ৩৬.খ ৩৭.খ ৩৮.ক ৩৯.গ ৪০.ঘ ৪১.ঘ ৪২.ঘ ৪৩.গ ৪৪.গ ৪৫.গ ৪৬.ঘ ৪৭.ঘ ৪৮.গ ৪৯.ঘ ৫০.খ

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির