post

চাকরিপ্রার্থীদের জন্য

মডেল টেস্ট

২৫ জুন ২০২২

১. মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা?

ক) ৪র্থ                     খ) ৫ম                 গ) ৬ষ্ঠ                     ঘ) ৭ম

২. নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম?

ক) কেন্তম             খ) সংস্কৃত                গ) পূর্ব ভারতীয় প্রাকৃত    ঘ) দ্রাবিড়ীয়


৩. ভাষার ক্ষুদ্রতম উপাদান-

ক) ধ্বনি                 খ) অক্ষর                 গ) শব্দ                 ঘ) বাক্য


৪. লগ্নক নিচের সাথে সম্পর্কিত-

ক) ধ্বনিতত্ত্ব খ) রূপতত্ত্ব                       গ) অর্থতত্ত্ব ঘ) বাক্যতত্ত্ব


৫. ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে-

ক) ভাষার নিয়ম প্রতিষ্ঠা    খ) ভাষার শৃঙ্খলা     গ) ভাষার বিশ্লেষণ     ঘ) ভাষার উন্নতি


৬. চর্যাপদে কতজন কবির পদ পাওয়া গেছে? 

ক) ২৩                         খ) ২৪                গ) ১৯                    ঘ) ২০ 


৭. চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? 

ক) হরপ্রসাদ শাস্ত্রী             খ) সুকুমার সেন

গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ঘ) ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায় 


৮. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? 

ক) নিরঞ্জনের রুষ্মা     খ) দোহাকোষ 

গ) গুপিচন্দ্রের সন্ন্যাস     ঘ) ময়নামতির গান 


৯. চর্যাপদ কোন ভাষায় লেখা?

ক) সান্ধ্য                 খ) সন্ধ্যা

গ) আলো আঁধারি            ঘ) সবগুলো


১০. What is the plural form of the word ‘Louse’?

a) louses             b) lice                 c) lices             d) licess


১১. What kind of noun the word ‘cattle’ is? 

a) Proper         b) Collective 

c) Common d) Material 


১২. Drive the nail into the table. Here ‘nail’ is -

a) Porper noun         b) Common noun 

c) Collective noun     d) Material noun


১৩. Education is enlightening. Here ‘enlightening; is: 

a) A Gerund b) A participle c) An infinitive d) A finite verb


১৪. The Charity of Hatem Tai is known to all. The word Charity is- 

a) Common noun b) Proper noun

       c) Collective none d) Abstract noun


১৫. Sleepy sun sank slowly over the sea’ is an example of-

a) Allusion b) Alliteration

c) Climax d) Irony


১৬. What is the meaning of the word ‘Ballad’?

a) a kind of short narrative poem

b) a kind of short love poem

c) a kind of short patriotic poem

d) a kind of short condoling poem


১৭. George Eliot belongs to-

a) 17th century b) 18th century

c) 19th century d) 20th century


১৮. সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহের যোগকারী রেখাকে বলা হয়-

ক) আইসোথার্ম খ) আইসোবার 

গ) আইসোহাইট ঘ) আইসোহেলাইন


১৯. নিম্নলিখিত কোনটির ওপর বাংলাদেশ অবস্থিত? 

ক) ট্রপিক অব ক্যপ্রিকন খ) ট্রপিক অব ক্যানসার

গ) ইকুয়েডর                 ঘ) আর্কটিক সার্কেল   


২০. বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ভারতের সাথে কয়টি? 

ক) ৩০টি         খ) ৩১টি             গ) ৩২টি                 ঘ) ২৬টি


২১. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? 

ক) ৫১৩৮ কি.মি. খ) ৪৩৭১ কি.মি.

গ) ৪১৫৬ কি.মি. ঘ) ৩৯৭৮ কি.মি.


২২. তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?

ক) করিমগঞ্জ খ) খোয়াই

গ) পেট্রাপোল ঘ) ডাউকি


২৩. বাংলাদেশে বসবাসকারী উপজাতি বড় অংশ-

ক) ককেশীয়     খ) মঙ্গোলয়েড

গ) অস্ট্রেলীয়     ঘ) দ্রাবিড় 


২৪. প্রাচীন বাংলার সমতট জনপদ অঞ্চলভুক্ত এলাকা-

ক) কুমিল্লা, চাঁদপুর খ) নোয়াখালী, চাঁদপুর

গ) কুমিল্লা, চট্টগ্রাম ঘ) কুমিল্লা, নোয়াখালী


২৫. ভারতে মুসলিম শাসকদের মধ্যে প্রথম কে মুদ্রা প্রচলন করেন?

ক) সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ

খ) গিয়াসউদ্দিন বলবন 

গ) কুতুবউদ্দিন আইবেক

ঘ) মুহম্মদ বিন তুঘলক 


২৬. নিষাদ জাতি কোন জনগোষ্ঠীকে বুঝায়?

ক) অষ্ট্রিক খ) দ্রাবিড়

গ) আর্য         ঘ) প্রাক-আর্য  

২৭. মেগাস্থিনিস কার আমলে বাংলায় আগমন করে?

ক) চন্দ্রগুপ্ত মৌর্যের খ) দ্বিতীয় চন্দ্রগুপ্তের

গ) হর্ষবর্ধনের         ঘ) সমুদ্র গুপ্তের


২৮. প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ সংঘটিত হয়-

ক) ১০৯৯ সালে     খ) ১১৯৯ সালে

গ) ১০৯৫  সালে     ঘ) ১১০৫ সালে


২৯. রিপাবলিক’ গ্রন্থের প্রণেতা কে?  

ক) প্লেটো         খ) অ্যারিস্টটল 

গ) হেরাক্লিটাস ঘ) সক্রেটিস


৩০. কোনটি নদীমাতৃক সভ্যতা নয়? 

ক) সিন্ধু         খ) ব্যাবিলনীয়

গ) রোমান ঘ) চৈনিক


৩১. ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান’ কে গড়ে তুলেছিল? 

ক) নেবুচাদ নেজার খ) সাইরাস 

গ) র‌্যামজেজ         ঘ) দারিউস


৩২. পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ কী? 

ক) পিরামিড         খ) তাজমহল

গ) আইফেল টাওয়ার ঘ) কুতুব মিনার


৩৩. কম্পিউটারের কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়?

ক) মিনিট     খ) ন্যানো সেকেন্ড

গ) সেকেন্ড     ঘ) ঘণ্টা


৩৪. নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক?

ক) পুনরাবৃত্তিমূলক কাজ খ) গাণিতিক কাজ

গ) হিসাবরক্ষণ কাজ         ঘ) প্রতিবেদন প্রণয়ন


৩৫. পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব-

ক) বৃহৎ সহায়ক শক্তি     খ) কৃত্রিম বুদ্ধিমত্তা

গ) প্যারালাল প্রসেসিং     ঘ) বহন যোগ্যতা


৩৬. সাধারণ কি-বোর্ড বিন্যাসকে বলা হয়....বিন্যাস।

ক) QEWTYR খ ) QYWERT

গ) QWERTY ঘ) QYTRWR


৩৭. অভ্র কি-বোর্ড তৈরি করেন?

ক) মেহেদী হাসান খ) মোস্তফা জাব্বার

গ) মাকসুদুল ঘ) মুহাম্মদ জাফর ইকবাল


৩৮. কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪ এর সমান? 

ক) ১৮ ২/৭ খ) ২৪৮ গ) ২১৭ ঘ) ২২৪


৩৯. নিচের কোনটি মূলদ সংখ্যা? 

ক) ৩/v৩ খ) v৫/৫ গ) v৭/৩ ঘ) v৯/৪


৪০. v২ এবং v৩ এর মধ্যবর্তী অমূলদ সংখ্যা কোনটি? 

ক) ১.৪০৪০০৪০০০... খ) ১.৫৫৫৫৫৫

গ) ১.৫০৫০০৫০০০... ঘ) ১.৯০৯০০৯০০০...


৪১. দুটি সংখ্যার পার্থক্য ৫। তাদের গুণফল ৩৩৬ হলে, সংখ্যা দুটির যোগফল কত? 

ক) ২১ খ) ২৮ গ) ৩৭ ঘ) ৫১


৪২. দুটি সংখ্যার মধ্যে প্রথমটির দ্বিগুণের সাথে দ্বিতীয়টির ৩ গুণ যোগ করলে ৩৯ হয়, আবার প্রথমটির তিনগুণের সাথে দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে ৩৬ হয়। বৃহত্তম সংখ্যাটি কত? 

ক) ৬ খ) ৮ গ) ৯ ঘ) ১২


৪৩. যদি ইংরেজি বর্ণমালার উল্টোদিক থেকে লেখা হয় তাহলে বাঁদিক থেকে ১২তম বর্ণের ডান দিকের সপ্তম বর্ণ কোনটি? 

ক) F খ) G গ) V ঘ) H


৪৪. একটি সঙ্কেত পদ্ধতিতে VACATE কে লেখা হয় AVACET, তাহলে LITERATE কে কী লেখা হবে? 

ক) ILETRAET খ) ILTEARTE 

গ) ILTREATE ঘ) ILETARET


৪৫. ....এর সাথে জীবনানন্দ দাশের যে সম্পর্ক---এর সাথে জসীম উদ্দীনের ঠিক তেমনই সম্পর্ক। 

ক) নাটোর-রসুলপুর খ) নাটোর-বরিশাল

গ) কবিতা-গান         ঘ) কবি-গীতিকার


৪৬. “মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ”- সংজ্ঞাটি কে প্রদান করেছেন?

ক) পামফ্রে         খ) ক্যামডেসাস

গ) জন স্টুয়ার্ট মিল ঘ) হার্বার্ট স্পেন্সার


৪৭. অধ্যাপক হল্যান্ডের মতে, আইনের উৎস কয়টি?

ক) ৬         খ) ৫             গ) ৩             ঘ) ৪


৪৮. কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? 

ক) ঘনীভবন             খ) বাষ্পীভবন

গ) গলনাঙ্ক             ঘ) স্ফুটনাঙ্ক


৪৯. নিচের কোন উক্তিটি সঠিক? 

ক) বায়ু একটি যৌগিক পদার্থ

       খ) বায়ু একটি মিশ্র পদার্থ

গ) বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়

ঘ) বায়ু একটি মৌলিক পদার্থ 


৫০. নিউট্রন আবিষ্কার করেন- 

ক) কিউরি         খ) রাদারফোর্ড

গ) চ্যাডউইক             ঘ) থমসন


আপনার মন্তব্য লিখুন

MD. ALTAF HOSSAIN

- 2 months ago

Good

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির