post

চাকরিপ্রার্থীদের জন্য মডেল টেস্ট

২১ ফেব্রুয়ারি ২০২১

০১. চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন কে করেন? ক) টেকচাঁদ ঠাকুর খ) বিদ্যাসাগর গ) বীরবল ঘ) বনফুল ০২. প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ক) বাক্যতত্ত্ব খ) রূপতত্ত্ব গ) অর্থতত্ত্ব ঘ) ধ্বনিতত্ত্ব ০৩. ভাষার মৌলিক একক কোনটি? ক) বর্ণ খ) ধ্বনি গ) অক্ষর ঘ) ধাতু ০৪. বাংলা ব্যঞ্জনবর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি? ক) ৬টি খ) ৭টি গ) ৯টি ঘ) ১০টি ০৫. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? ক) পিশাচ¦পিচাশ খ) স্কুল্বইস্কুল গ) আজি¦আইজ ঘ) পাকা¦পাক্কা ০৬. কোন বানানটি শুদ্ধ? ক) নিসুতী খ) নিশুতি গ) নিষুতী ঘ) নিসুতি ০৭. ‘তাৎক্ষণিক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি? ক) তৎক্ষণ+ইক খ) তৎ+ক্ষণিক গ) তাৎ+ক্ষণিক ঘ) ততক্ষণ+ইক ০৮. ‘প্রেম’ শব্দটির প্রকৃত ও প্রত্যয় কোনটি? ক) প্রে+ম খ) প্রি+এম গ) প্রিয়+ইমন ঘ) প্রেয়+অ+ব ০৯. ‘গলায় গামছা যার’ এটি কোন ধরনের বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য? ক) নিপাতনে সিদ্ধ বহুব্রীহি খ) অলুক বহুব্রীহি গ) ব্যতিহার বহুব্রীহি ঘ) ব্যধিকরণ বহুব্রীহি ১০. ‘কাক-ভূষ-ি’ এর অর্থ কী? ক) দীর্ঘায়ু ব্যক্তি খ) দীর্ঘ প্রতীক্ষমাণ গ) সম্পূর্ণ ভেজা ঘ) ষড়যন্ত্রকারী ১১. ‘সূর্য’ এর প্রতিশব্দ- ক) সুধাংশু খ) শশাংক গ) বিধু ঘ) অরুণ ১২. চড়ংঃধমব শব্দটির পারিভাষিক শব্দ কোনটি? ক) দরখাস্ত খ) ডাক সংক্রান্ত গ) ডাকহরকরা ঘ) ডাকমাশুল ১৩. 'দর্শনমাত্র' শব্দটি কোন সমাস? ক) অব্যয়ীভাব সমাস খ) কর্মধারয় সমাস গ) নিত্য সমাস ঘ) তৎপুরুষ সমাস ১৪. কোন শব্দটি ফারসি? ক) মুসাফির খ) তকদির গ) ময়দা ঘ) মজলুম ১৫. ‘সত্য কথা বলেছি তাই বিপদে পড়েছি’ কোন ধরনের বাক্য? ক) সরল খ) মিশ্র গ) যৌগিক ঘ) জটিল 16. There is a Swimming pool in the campus. What ‘Swimming’ is? ক) Gerund খ) Verbal noun গ) Participle ঘ) Adjective 17. The Plane flew over our head. The Word ‘over’ is used as__ ক) Pronoun খ) Preposition গ) Adverb ঘ) Verb 18. There were___ guests than I expected? ক) less খ) lesser গ) fewer ঘ) few 19. Hardly____ entered the office when he realized that he had forgotten his wallet? ক) he had খ) he was গ) had he ঘ) did he 20. ___Adamans are in __ indian ocean? ক) the, the খ) the,a গ) the, an ঘ) an 21. My wife reminds me -- ? ক) of my appointment খ) to my appointment গ) my appointment ঘ) about my appointment 22. I am fed up – this exercise? ক) to do খ) with doing গ) to doing ঘ) for doing 23. He was used to – (smoke) in his youth? ক) smoke খ) smoked গ) smoking ঘ) have smoke 24. ___ on this bench is much more pleasant than __ in the office? ক) Lying, sitting খ) Lieing, sitting গ) To lie, To Sit ঘ) To lie, sitting 25. Choose the indirect speech of the following: He said, ÒWould that I were rich” ক) He wished he would be rich খ) He said that he were rich গ) He wished that he had been rich ঘ) He said would that hew were rich 26. Name the underlined clause in the following sentence. The News he gave me was false ক) Noun Clause খ) Adverbial clause গ) Adjective Clause ঘ) Principal clause 27. Which one is a correct sentence? ক) Paper is made of wood খ) Paper is made from wood গ) Paper is made by wood ঘ) Paper is made on wood 28. Choose the correct sentence? ক) He had been hunged form murder খ) He has been hunged for murder গ) He was hanged for murder ঘ) He was hunged form murder 29. Select the correct translation of the following sentence: আয়ের অধিক ব্যয় করিও না ক) Don’t live beyond your means খ) Don’t spent more than you earn গ) Don’t spent much than you earn ঘ) Your expense shouldn’t exceed your income 30. What would be the best antonym of ‘hibernate’? ক) dormancy খ) liveliness গ) sluggishness ঘ) democracy ৩১. ভারতের কোন অঞ্চলের সাতটি প্রদেশকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ বলা হয়? ক) উত্তরাঞ্চল খ) উত্তর-পশ্চিমাঞ্চল গ) উত্তর-পূর্বাঞ্চল ঘ) পূর্বাঞ্চল ৩২. ‘বিশবেক’ কোন দেশের রাজধানী? ক) কাজাখস্তান খ) উজবেকিস্তান গ) কিরগিস্তান ঘ) তুর্কমেনিস্তান ৩৩. নিরক্ষরেখা থেকে ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে কী রেখা বলা হয়? ক) কর্কটক্রান্তি রেখা খ) মকরক্রান্তি রেখ গ) সুমেরুবৃত্ত রেখা ঘ) কুমেরুবৃত্ত রেখা ৩৪. ‘সেনকাকু দ্বীপ’ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বর্তমানে বিরোধ চলছে? ক) চীন ও জাপান খ) চীন ও রাশিয়া গ) জাপান ও রাশিয়া ঘ) জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে ৩৫. নাখারনো কারাবাখ অঞ্চলটি নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বিরোধ শুরু হয়- ক) ১৯৯২ সালে খ) ১৯৯১ সালে গ) ১৯৯৪ সালে ঘ) ১৯৯৩ সালে ৩৬. গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা নিচের কোন দেশটির? ক) ডেনমার্কের খ) ফ্রান্সের গ) নরওয়ের ঘ) জার্মানির ৩৭. নিচের কোন দেশটিতে ‘মরো’ মুসলিম জনগোষ্ঠীর বসবাস? ক) ইন্দোনেশিয়ায় খ) থাইল্যান্ডে গ) কম্বোডিয়ায় ঘ) ফিলিপাইন ৩৮. “জঊঅখ” কোন দেশের মুদ্রার নাম? ক) সৌদি আরব খ) ব্রাজিল গ) মিশর ঘ) ইরাক ৩৯. জনসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম সদস্য রাষ্ট্র কোনটি? ক) মোনাকো খ) মালদ্বীপ গ) ভ্যাটিকান সিটি ঘ) টুভ্যালু ৪০. ”ইওগঝঞওঈ” কোন ধরনের জোট? ক) সামরিক খ) অর্থনৈতিক গ) আর্থিক ঘ) রাজনৈতিক ৪১. মানবাধিকার দিবস পালিত হয় কবে? ক) ৮ মে খ) ৬ আগস্ট গ) ১০ ডিসেম্বর ঘ) ২১ সেপ্টেম্বর ৪২. সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত? ক) রূপসা খ) বলেশ্বর গ) রায়মঙ্গল ঘ) শিবসা ৪৩. এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোন নদী? ক) হোয়াংহো খ) সিন্ধু গ) হালদা ঘ) ইরাবতী ৪৪. ভূ-পৃষ্ঠের দূরতম বায়ুস্তরকে কী বলে? ক) এস্কোমন্ডল খ) স্ট্রাটোমন্ডল গ) ট্রাফোমন্ডল ঘ) মেসোমন্ডল ৪৫. কোন মৌলিক পদার্থ পৃথিবীতে সবচেয়ে বেশি আছে? ক) অক্সিজেন খ) নাইট্রোজেন গ) হাইড্রোজেন ঘ) লৌহ ৪৬. বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কোন রোগ হয়? ক) অ্যানিমিয়া খ) জন্ডিস গ) ডায়াবেটিস ঘ) হাঁপানি ৪৭. কোন মৌসুমে শব্দের বেগ তুলনামূলক বেশি থাকে? ক) শীতকাল খ) গ্রীষ্মকাল গ) বর্ষাকাল ঘ) বসন্তকাল ৪৮. বরিশাল প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিলো- ক) পন্ড্রু খ) রাঢ় গ) গৌড় ঘ) বঙ্গ ৪৯. পাল বংশের শেষ রাজা কে? ক) গোপাল খ) ধর্ম পাল গ) রামপাল ঘ) মহিপাল ৫০. ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে? ক) শাহাজাহান খ) নবাব শায়েস্তা খান গ) যুবরাজ আজম ঘ) ইসলাম খান

উত্তরপত্র

১. গ, ২. খ, ৩. খ, ৪. ক, ৫. ক, ৬. খ, ৭. ক, ৮. গ, ৯. খ, ১০. ক, ১১. ঘ, ১২. ঘ, ১৩. গ, ১৪. গ, ১৫. গ, ১৬. ক, ১৭. খ, ১৮. গ, ১৯. গ, ২০. ক, ২১. ক, ২২. খ, ২৩. গ, ২৪. ক, ২৫. গ, ২৬. গ, ২৭. খ, ২৮. গ, ২৯. ক, ৩০. খ, ৩১. গ, ৩২. গ, ৩৩. ক, ৩৪. ক, ৩৫. খ, ৩৬. খ, ৩৭. ক, ৩৮. খ, ৩৯. ঘ, ৪০. খ, ৪১. গ, ৪২. ক, ৪৩. গ, ৪৪. ক, ৪৫. ক, ৪৬. খ, ৪৭. গ, ৪৮. ঘ, ৪৯. গ, ৫০. গ।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির