post

নভেম্বর মাসে শাহাদাত বরণ করেছেন যাঁরা

১৫ নভেম্বর ২০১১
মুহাম্মদ আব্দুস সালাম আজাদ মায়ের নাম : মোছাম্মৎ আমেনা খাতুন বাবার নাম : মুহাম্মদ আব্দুর রহমান সাংগঠনিক মান : কর্মী পড়াশোনা     : এইচএসসি সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান : গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি মহাবিদ্যালয় আহত হওয়ার স্থান    : মহাবিদ্যালয়ের পাশে শহীদ হওয়ার স্থান : সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল আঘাতের ধরন : পুরো শরীরে জখম যাদের আঘাতের শহীদ : ছাত্রলীগ ও ছাত্রদল স্থায়ী ঠিকানা : গ্রাম- সড়কের পাড়, ডাক- মেরুয়াখলা, থানা : বিশ্বম্ভরপুর, জেলা : সুনামগঞ্জ। শহীদক্রম : ২৩তম আসলাম হোসাইন মায়ের নাম : আনজুমান আরা বেগম বাবার নাম : ডা. মো: জিন্নাত আলী ভাই-বোন : ৪ ভাই ৬ বোন ভাই-বোনদের মাঝে অবস্থান : ভাইদের মধ্যে প্রথম, ভাই-বোনের মধ্যে পঞ্চম জন্মতারিখ : ১৩৬৭ সাল ৪ঠা ফাল্গুন সাংগঠনিক মান : সদস্য সর্বশেষ পড়শোনা : এমএসসি (ভূতত্ত্ব ও খনিবিদ্যা) পরীক্ষার্থী সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান : রাজশাহী বিশ্ববিদ্যালয় জীবনের লক্ষ্য : বাংলার জমিনে কুরআনের রাজ প্রতিষ্ঠা করা স্থায়ী ঠিকানা : গ্রাম+ডাক- বুজিডাঙ্গা মুন্দিয়া, উপজেলা- কালিগঞ্জ, জেলা- ঝিনাইদহ আহত হওয়ার স্থান : ৩২৯ নং কক্ষ, নবাব আব্দুল লতিফ হল, রাজশাহী বিশ্ববিদ্যালয় আঘাতের ধরন : রড, হকিস্টিক, ছোরা, কুড়াল, রামদা যাদের আঘাতে শহীদ : ছাত্রমৈত্রী, জাসদ ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ শহীদ হওয়ার তারিখ : ১৭ নভেম্বর ১৯৮৮ রাত ১২.৩০ মিনিট শহীদক্রম : ২৪তম আসগর আলী মায়ের নাম : মোসাম্মৎ আকলিমা খাতুন, গৃহিণী বাবার নাম : মো: রমজান আলী (সাবেক ইউপি মেম্বার) স্থায়ী ঠিকানা : গ্রাম- শাশারপুর ডাক- ভিয়াইল, থানা- চিরিরবন্দর, জেলা- দিনাজপুর। জন্মতারিখ : ১৯৬৩ সালে ভাইবোন : ৪ জন (৩ ভাই, ১ বোন) ভাইবোনদের মধ্যে অবস্থান : সবার বড় সাংগঠনিক মান : কর্মী জীবনের লক্ষ্য : শিক্ষক হওয়া। কৃতিত্ব : এসএসসি প্রথম বিভাগ (বিজ্ঞান) ১৯৭৯, এইচএসসি দ্বিতীয় বিভাগ (বিজ্ঞান) ১৯৮১, বিএসসি (সম্মান) পদার্থ, ১৯৮৮, শাহাদাত বরণকালে এমএসসি (রাবি) অধ্যয়নরত ছিলেন। শহীদ হওয়ার স্থান : শাহ মাখদুম হলের সামনে। (রাজশাহী বিশ্ববিদ্যালয়) আঘাতের ধরন : হকিস্টিক, কিরিচ, ছোরা, কুড়াল দিয়ে সারা শরীর ক্ষত-বিক্ষত করে দেয়। যাদের আঘাতে : ছাত্রমৈত্রী। শাহাদাতের তারিখ : ১৮ নভেম্বর, ’৮৮, দুপুর ১২:৪৫ মিনিট শহীদক্রম : ২৫তম শহীদ সাইফুল ইসলাম মামুন পিতার নাম : শেখ মোহাম্মদ আলী মায়ের নাম : মৃত মোসা: জোহরা খাতুন ঠিকানা : গ্রাম- ঠনঠনিয়া হাজিপাড়া, পোস্ট- বগুড়া সদর থানা- বগুড়া সদর, জেলা- বগুড়া ভাই : ২ ভাইয়ের মধ্যে ছোট। রফিকুল ইসলাম শেখ  ইঈঝ ঊফঁপধঃরড়হ ঈধফৎব একাডেমিক যোগ্যতা : অনার্স প্রথম বর্ষ ইসলামের ইতিহাস, ইসলামী বিশ্ববিদ্যালয়। সাংগঠনিক মান : সাথী যাদের আঘাতে শহীদ : ছাত্রদলের সন্ত্রাসী। কবরস্থান : দাখিল বগুড়া গোরস্তান শখ : খেলাধুলা মা-বাবার প্রতিক্রিয়া : সে খুবই মেধাবী ও মিশুক ছিল। শহীদক্রম : ৫০তম শহীদ আল মামুন পিতার নাম : আবদুল আজীজ স্থায়ী ঠিকানা : বাকশীমুল, বুড়িচং, কুমিল্লা ভাই-বোন : ৩ ভাই, ৫ বোন (ভাইদের মাঝে ছোট) শিক্ষাজীবন : ১৯৯৫ সালে দাখিল পাস, ১৯৯৭ সালে প্রথম বিভাগে আলিম পাস, ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ বিভাগে ভর্তি হন। সাংগঠনিক জীবন : ১৯৯৪ সালের ২৪ জুন শিবিরে যোগদান করেন। অল্প কিছুদিনের মধ্যেই সাথী হন। সাংগঠনিক মান : সদস্যপ্রার্থী আহত হওয়ার স্থান    : ইসলামী বিশ্ববিদ্যালয় সবুজ চত্বর শহীদ হওয়ার স্থান : ইবনে সিনা ক্লিনিক, ঢাকা যাদের আঘাতে আহত : আওয়ামী লীগ শহীদ হওয়ার তারিখ : ০১.১১.১৯৯৮ শহীদক্রম : ৯৮তম শহীদ সাইফুল্লাহ মাসুম সাংগঠনিক মান : সাথী শিক্ষাপ্রতিষ্ঠান : সরকারি তিতুমীর কলেজের প্রথম বর্ষের (অনার্স) মেধাবী ছাত্র স্থায়ী ঠিকানা : ঢাকা সবুজবাগ থানার বাসিন্দা ২৭ নং ওয়ার্ড (দক্ষিণ) এর সেক্রেটারি ছিলেন আহত হবার স্থান : চারদলীয় জোট সরকারের ৫ বছর পূর্তিতে জামায়াতে ইসলামী বাংলাদেশ ঢাকা মহানগরী কর্তৃক অনুষ্ঠিত সমাবেশস্থলে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২ নভেম্বর শাহাদাৎ বরণ করেন। যাদের আঘাতে শহীদ : ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় মারাত্মকভাবে আহত হন। আহত হওয়ার তারিখ : ২৮ অক্টোবর শহীদ হওয়ার তারিখ : ২ নভেম্বর শহীদক্রম : ১৩১তম গ্রন্থনায় : এম এম রহমাতুল্লাহ

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির