post

হেলাল আনওয়ার

অজেয় পথিক

০৩ জুলাই ২০২০

(শ্রদ্ধেয় মিয়াজান মুহাদ্দিস আবু সাঈদ মোহা: শাহাদৎ হুসাইন, সাবেক এমপি স্মরণে)

একটি সোনালি প্রভাত একটি আলোকিত দিন পেছনে ইতিহাস, সামনে স্বপ্নের ক্ষেত এভাবেই চলে যায় অজেয় পথিকের পথ।

বিশ্রামহীন জীবনের চারুপাঠ অদম্য বেদুঈন আলোকিত সবুজ ভোরের প্রত্যাশায় নিদ্রাহীন যাত্রা তার গভীর মমতায়।

আল্ পথ মেঠোপথ ডিঙিয়ে পরম প্রেমের ছুঁয়ায় বুকে বুক হৃদয়ে হৃদয় রেখে ভালোবাসার আলিঙ্গন তারপর অসীম প্রেমের পরশে গড়ে সবুজ ভুবন।

অন্য গ্রহ থেকে এসেছো বুঝি? আমাদের গ্রহে তো এমন নেই বিনয়ী বিন ফুল সম্ভার বেহেস্ত বিলাসী আলোর নহর যেন কিংবা রূপালি শশী।

এলে তুমি-হাসলো এ ভুবনচারী চলে গেলে কাঁদিয়ে নির্ভুল ঠিকানায় ইতিহাস কাঁদে, পাহাড় টিলার মত সফলতা টলাতে পারিনি তোমার আঁধারের প্রগাঢ়তা।

তুমি এক অদম্য অনন্য অসামান্য সাধক সত্যের পথে তুমি আলোর মশাল বেহেস্তি বংশীবাদক।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির