- Leo Tolstoy — 327
- William Shakespeare — 293
- James Joyce — 194
- Vladimir Nabokov — 190
- Fyodor Dostoevsky — 177
- William Faulkner — 173
- Charles Dickens — 168
- Anton Chekhov — 165
- Gustave Flaubert — 163
- Jane Austen — 161
আত্মোন্নয়ন ইসলামী বিপ্লবের অনিবার্য শর্ত
ড. আহসান হাবীব ইমরোজ
আস্আলামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি পরম প্রভুর অপার মেহেরবানিতে সবাই মঙ্গল মতই আছেন। ছাত্র সংবাদের বন্ধুদের সাথে আমার সাক্ষাৎ কিছুটা অনিয়মিত। কিশোরকণ্ঠেই নিয়মিত হাজিরা দেয়ার চেষ্টা করি; তাতেই নাভিশ্বাস। এর মাঝে কর্তৃপক্ষ দক্ষিণ আমেরিকায় পাওয়া ২৩ ফুট দৈর্ঘ্যরে জায়ান্ট অক্টোপাসের মতোই আঁকড়ে ধরলেন- ‘ছাত্র সংবাদে ক্যারিয়ার নিয়ে নিয়মিত লিখতে হবে।’ বারকয়েক ফসকাতে চেষ্টা করলাম কিন্তু ঐ যে ভালোবাসার টানে আটকে যাওয়া। তাই আল্লাহর নামে শুরু। দোয়া করবেন। দেখা যাক মোল্লার (ভাববেন না, আপনাকে বলছি এ বন্দুক আমার দিকেই তাক করা) দৌড় কদ্দূর ।
‘আত্মোন্নয়ন ইসলামী বিপ্লবের অনিবার্য শর্ত’ তারুণ্যের আবেগ দীপ্ত এক শিরোনাম। দু-একটি কবিতা বাদ দিলে খুব সম্ভব এটিই আমার প্রথম লেখা। একজন কর্মী সম্মেলন উপলক্ষে প্রকাশিত স্মারকের জন্য তড়িঘড়ি এবং কাঁচাহাতের লেখা। তখন সবে অনার্স লেভেলের ছাত্র। সেই পুরনো লেখাটি সমসাময়িক প্রেক্ষিতকে সামনে নিয়ে এক চিমটি পরিমার্জন, পরিবর্ধন করে একুশ শতকের সিপাহসালারদের সামনে তুলে ধরা হলো।
ক. বিপ্লব একটি উদ্দীপ্ত চেতনার নাম, যা মানুষের ভেতর এক দুর্বার আবেগের সৃষ্টি করে। যাতে উদ্বেলিত হয়ে মানুষ সাধনা করে সংগ্রাম করে এমনকি জীবন দেয়।
খ. বসনিয়া হার্জেগোভিনার সাবেক প্রেসিডেন্ট ড. আলিজা আলী ইজেতবেগোভিচ (১৯২৫-২০০৩) তার তুমুল অলোড়ন সৃষ্টিকারী বই ‘প্রাচ্য পাশ্চাত্য ও ইসলাম’ (Islam Between East and West) নামক বইয়ে বলেন, ধর্ম এবং বিপ্লব উভয়েরই জন্ম যন্ত্রণা ও বেদনার মধ্য দিয়ে। কিন্তু এদের মৃত্যু ঘটে বিলাস ও সচ্ছলতার মধ্য দিয়ে। তাদের সত্যিকার জীবন ততক্ষণই যতক্ষণ তাদের লক্ষ্য বাস্তবায়নের সংগ্রাম চলে। সেই প্রক্রিয়াটি শেষ হওয়ার অর্থ তাদের মৃত্যু হওয়া। সুতরাং সংগ্রামের মাধ্যমেই আত্মোন্নয়ন আবার এটিই সংগ্রামের জন্ম দেয়।
আত্মোন্নয়ন
যে কোনো বিপ্লবের উৎপত্তি, বিকাশ ও প্রতিষ্ঠা নির্ভর করে একটি বিপ্লবী সংগঠনের ওপর। আর সংগঠনের সর্বনিম্ন উপাদান হচ্ছে একজন ব্যক্তি। সুতরাং ব্যক্তির ভেতর বিপ্লবী যোগ্যতার পরিমাণের ওপরই একটি বিপ্লবের শক্তিমত্তা ও স্থায়িত্ব নির্ভর করে। আল্লাহপাক তাই কুরআনুল কারিমের সূরা রাদের ১১ নম্বর আয়াতে বলেন, “তিনি ততক্ষণ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ সেই জাতি তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন না করে।” ইংরেজিতে একটি প্রবাদ আছে ‘If you want to change the world first change yourself.’
আরেকটি প্রবাদের কথা এখানে বলতেই হচ্ছে, যে সমস্যাটি প্রায় আমাদের প্রত্যেকের ।
“Everyone thinks of changing the world, but no one thinks of changing himself”
কে বলেছেন এই মহামূল্যবান কথাটি? তার নামটি চট করে না বলে বরং একটু ভূমিকা টানতে চাচ্ছি; অনেকটা কুইজের মতোই। আর হ্যাঁ, এদিক ওদিক তাকাচ্ছেন কেন? কাউকে না খুঁজে বরং আপনি নিজেইতো এতে অংশ নিতে পারেন। আর বিচারক সেতো আপনার নিজের ভেতরেই আছে, নয় কি? তাহলে চলুন শুরু করছি :
তিনি এমন একজন যিনি জন্মগ্রহণ করেছিলেন ৪২ কামরাবিশিষ্ট এক সুরম্য প্রাসাদে। যৌবনে তিনি ছিলেন একজন বিলাসী যুবক। দর্জির দোকানে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করতেন। মারামারি করতেন, অনেক জঘন্য পাপ কাজ এমনকি খুন-খারাবিও করতেন; একটা নোংরা পাপময় জীবন যাপন করতেন। পৃথিবীর অন্যতম এই শ্রেষ্ঠ সাহিত্যিক ১৮২৮ সালে জন্মগ্রহণ করেন। পৈতৃক সূত্রেই এক বিশাল জমিদারিতে তার জন্ম। শুধুমাত্র নিজের ভাগেই তিনি পেয়েছিলেন প্রায় ৪০০০ একর জমি এবং ৩৩০ জন ভূমিদাস। মাত্র দুই বছর বয়সেই তিনি তার মা মারিয়াকে এবং ৯ বছর বয়সে পিতাকে হারিয়ে যার শৈশব শুরু হয়। কিন্তু তিনিই পঞ্চাশ বছর বয়সেই রচনা করেন পৃথিবীর দু’টি অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস যা শতাব্দীর পর শতাব্দী ধরে অমরগাথা হয়ে থাকবে। উপন্যাস দুটো হলো ‘ওয়ার অ্যান্ড পিস’ ও ‘আন্না কারেনিনা’। এতক্ষণে নিশ্চয় চিচিংফাঁক সব কিছু পরিষ্কার, নয় কি? হ্যাঁ তিনি হচ্ছেন লিউ টলস্টয়। বিশ্ব সাহিত্যের গ্র্যান্ডমাস্টার। ভাবছেন বাড়িয়ে বলছেন, একদম না। The Greatest Books of All Time, As Voted by 125 Famous Authors.
এই শিরোনামে ইন্টারনেটে সার্চ করলে জানা যাবে বিশ্বের ১২৫ জন লেখকের জরিপে টলস্টয় শেকসপিয়রের তুলনায় ১১.৬% পয়েন্টস বেশি পেয়ে সর্বকালের সেরা লেখক মনোনীত হয়েছেন। এই জরিপের বিস্তারিত ফলাফল দেয়া আছে ; The Top Ten: Writers Pick Their Favorite Books . নামক বইটিতে। এটি করতে এর লেখকেরা বাছাইকৃত ৫৪৪টি বই জরিপ করেছেন, অতঃপর তাদের দৃষ্টিতে নির্বাচিত সর্বকালের সেরা ১০ লেখকদের পয়েন্টসও দিয়েছেন।
চলুন না, ঐ যে একটু আগে প্রত্যেকের ভেতরের বিচারকের কথা বললাম, তাকেই বরং তার আসনে বসিয়ে নিজেকে একটু ঝালিয়ে নেয়া যাক। আরে জনাব, এখনও বুঝেননি একবার নিচের তালিকায় চোখ বুলিয়ে বলুনতো এদের কয়টি বই আপনি পড়েছেন?
TOP TEN AUTHORS BY POINTS EARNED
আপনার মন্তব্য লিখুন