post

আবারো জাগাও (শহীদ শাহাবুদ্দিন স্মরণে)

রাশেদুল ইসলাম

২৯ জানুয়ারি ২০১৮
পর্দার আড়াল সরিয়ে দৃশ্যমান তোমাকে কল্পনায় স্মরে আজো- মা পথ চেয়ে থাকে। আবেগ আর ভালোবাসায় ভাটা পড়েনি এখনো- পড়বে না কোনদিন, জানি। বাবার চঞ্চল জিহ্বা জিঞ্জিরাবৃত রাগ আর অভিমানে আজো- ঊর্ধ্ব-অধঃগতিময় হয়। লাটাইয়ের সুতায় স্বপ্ন-বাস্তবের টানে- বুক চিরে হাঁক বেরোয়, প্রবল। আর সাথীহারা আমরা বহতা নদীর মতো বয়ে যাই আজো- কফিনের রেশ ধরে ধরে। মননের বেগ আর আবেগের মিলনে- প্রবল হতে সাহস জোগাও, তুমি। ক্ষত-বিক্ষত তোমার লাশ সহিষ্ণুতার বিরোধী হতে তাড়া দেয় আমাদের। কী করে শুয়ে থাকো নীরবে, শান্তিতে! স্লোগানের তোড়ে- আবারো জাগাও বারবার, নিথর আমাদের। পাল তুলে হাল ধরো, রক্তিম নদী ধরে পেরিয়ে যাই- সুষমা সবুজের সমারোহে।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির