ওরা এসেছিল ওরা আসবে। দাবানল, আগুনের স্ফুলিঙ্গ, বাতাসের তীব্র গতির মত, বসন্ত আর লাল টগবগে গোলাপের বেশে হাসনাহেনার মত সুবাস ছড়িয়ে সিসাঢালা প্রাচীরের দীপ্ত ভোমরেরা আলিঙ্গন করে মুক্তিকামী জনতার মিছিল ঘন আঁধারের মাঝে আলোকিত প্রয়াসে ঐশী আলোর তীব্র প্রয়াসে এগিয়ে চলে ক্লান্তিহীন দুর্বার
বিরামহীন এ গতিকে স্তব্ধ করার জন্য ধেয়ে আসে কালো অমাবস্যার রাত নেমে আসে বাধার প্রাচীর ভেসে আসে গ্রেনেড প্রস্তুত মৃত্যুমঞ্চ
ওরা কি স্তব্ধ? না ওরা নির্ভয় অক্ষয় দাবানল ওরা সিসাঢালা প্রাচীর
হাসিমুখে উঁচু শিরে তাকবির ধ্বনি তুলে শাহাদাতের অমিয় সুধায় এগিয়ে চলে সামনে
ওরা চলে যায়, কাঙ্ক্ষিত মাকছুদে মঞ্জিলে কুরআনের ভাষায় বলছি ওদের মৃত বলো না।
আপনার মন্তব্য লিখুন