post

চলুন, এগিয়ে যাই । সিরাজুল ইসলাম

৩০ অক্টোবর ২০১৮
চলুন, এগিয়ে যাই দৃপ্ত পদভারে। সম্মুখ পানে, যাই নবীনের দ্বারে। চলুন- সেলিম, কলিম, বারেকের কাছে যাই। যাদের বুকে সত্যের বাণী পেতেও পারে ঠাঁই। এখনই যদি পৌঁছাই দ্বীনের দাওয়াত তাদের কানে, আলোর মশাল জ্বলতে পারে ঠিকঠিক তাদের প্রাণে। দ্বীনের ছায়ায় বাড়ে যদি ওরা- জাতির ভবিষ্যৎ, আমরা পাব কর্ণধার আর রইবে না জিল্লত। ওদের হাতেই মুক্ত হবে- মন ও মানবতা। বিকশিত হবে, বিবেক সবার; কাটবে ব্যাকুলতা। খোদার রঙে রঙিন সমাজ পেতে হলে সেই, আজকেই তাদের দাওয়াত দানের বিকল্প যে নেই।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির