post

চাকরিপ্রার্থীদের জন্য মডেল টেস্ট

২১ ফেব্রুয়ারি ২০২১

১. রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে তাদের নাগরিকত্ব হারায়- ক) ১৯৮২ সালে খ) ১৯৮৩ সালে গ) ১৯৮৪ সালে ঘ) ১৯৮৫ সালে ২. বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি কোন দেশের সাথে স্বাক্ষরিত হয়েছে? ক) ভারত খ) ভুটান গ) রাশিয়া ঘ) নেপাল ৩. ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থের ইংরেজি অনুবাদ করেন কে? ক) ড. ফখরুল ইসলাম খ) অধ্যাপক শামসুজ্জামান গ) অধ্যাপক সিরাজুল ইসলাম ঘ) আব্দুল গাফফার চৌধুরী ৪. ‘দ্য ব্লাড টেলিগ্রাম’ বইয়ের লেখক কে? ক) জর্জ হ্যারিসন খ) সমর সেন গ) সাইমন ড্রিং ঘ) গ্যারি জে ব্যাস ৫. সংবিধানের কত নং অনুচ্ছেদে রয়েছে- “প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে”? ক) ২০ নং অনুচ্ছেদে খ) ১১ নং অনুচ্ছেদে গ) ১৫ নং অনুচ্ছেদে ঘ) ৩২ নং অনুচ্ছেদে ৬. নিচের কোন দেশটি প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তির দেশের অন্তর্ভুক্ত ছিল? ক) হাঙ্গেরি খ) বুলগেরিয়া গ) অস্ট্রিয়া ঘ) রোমানিয়া ৭. ‘INTERPOL’ এর বর্তমান সদস্য সংখ্যা কত? ক) ১৯১ খ) ১৯৩ গ) ১৯৪ ঘ) ১৯২ ৮. ‘BRICS’ এর সদর দফতর কোথায়? ক) সাংহাই, চীন খ) নয়াদিল্লি, ভারত গ) মস্কো, রাশিয়া ঘ) সিউল, দক্ষিণ কোরিয়া ৯. নিচের কোনটি মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত ছিল না? ক) অ্যাসিরীয় সভ্যতা খ) ব্যাবিলনীয় সভ্যতা গ) ক্যালডীয় সভ্যতা ঘ) ফিনিশীয় সভ্যতা ১০. ‘ক্রোনা’ কোন দেশের মুদ্রার নাম- ক) সুইডেন খ) ফিনল্যান্ড গ) ডেনমার্ক ঘ) আর্মেনিয়া ১১. আন্তর্জাতিক মানবাধিকার সনদ কবে গৃহীত হয়? ক) ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর খ) ১৯৪৮ সালের ১৬ ডিসেম্বর গ) ১৯২৪ সালের ১৪ ডিসেম্বর ঘ) ১৯৪৫ সালের ২৪ অক্টোবর ১২. চর্যাপদে নিচের কোনজনের কোনো পদ পাওয়া যায়নি? ক) কুক্কুরীপা খ) বিরুআপা গ) লাড়িডোম্বাপা ঘ) কঙ্কণপা ১৩. চৌরসন্ধি উপন্যাসের রচয়িতা কে? ক) সৈয়দ ওয়ালীউল্লাহ খ) শামসুর রহমান গ) শওকত ওসমান ঘ) সিকান্দার আবু জাফর ১৪. খসড়া কাব্যগ্রন্থের রচয়িতা কে? ক) অমিয় চক্রবর্তী খ) বুদ্ধদেব বসু গ) সুকান্ত ভট্টাচার্য ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ ১৫. নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? ক) খোঁজারু খ) দাপট গ) শয়ান ঘ) সলিল ১৬. ‘ক্ষত বিক্ষত’ কোন সমাসের উদাহরণ? ক) বহুব্রীহি খ) কর্মধারয় গ) দ্বন্দ্ব ঘ) তৎপুরুষ ১৭. কোন শব্দটি ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ? ক) বারিদ খ) বারি গ) বারীন্দ্র ঘ) লহরী ১৮.ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন? ক) বিষ্ণু দে খ) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর গ) দীনেশচন্দ্র সেন ঘ) অক্ষয় কুমার দত্ত ১৯. টপ্পা গানের জনক- ক) গোঁজলা গুঁই খ) এন্টনি ফিরিঙ্গি গ) দাসরথি রায় ঘ) রামনিধি গুপ্ত ২০. মহুয়া পালাটির রচয়িতা কে? ক) চন্দ্রাবতী খ) দ্বিজ ঈশান গ) নয়ানচাঁদ ঘোষ ঘ) দ্বিজ কানাই ২১. ‘আক্রা’ শব্দের বিপরীতার্থক কী? ক) সস্তা খ) বক্র গ) বিক্রয় ঘ) নক্র ২২. ‘কেদারা’ কোন ভাষার শব্দ থেকে আগত? ক) বাংলা খ) পর্তুগিজ গ) হিন্দি ঘ) দেশি

23. I said to him ‘I don’t believe you’. Correct Indirect form is- (a) I said I didn’t believe him. (b) I didn’t believe him, I said. (c) I said that I don’t believe him. (d) I told him that I didn’t believe him. 24. My cousins did not help when I was in deep trouble but they____. (a) should have help me then (b) should help me then (c) should have helped me then (d) ought to help then 25. The poem, ‘A Passionate Shepherd to His Love’ is written by__ a) Ben Jonson b) Robert Herrick c) Christopher Marlowe d) Thomas Gray 26. The romantic age in English literature began with the publication of__ a) Preface to Shakespeare b) Preface to Lyrical Ballads c) Preface to Ancient Mariners d) Preface to Dr. Johnson 27. Charles Dickens was the writer of__. a) Jane Eyre b) Wuthoering Heights c) David Copperfield d) Return of the Native 28. Find the correct sentence. a) He hardly does not go there b) He hardly goes there c) He does not go there hardly d) Hardly he goes there 29. Which of the following sentence uses ÔwhatÕ as an interrogative adjective? a) Give me what you can. b) What You donÕt mean to say so? c) What do you want? d) What book do you want? 30. Nobody is interested ___ buying my car. a) to b) for c) in d) into ৩১. কম্পিউটার হতে প্রিন্টারে ডাটা প্রেরণ কোন ধরনের ডাটা ট্রান্সমিশন মোড? ক) সিমপ্লেক্স খ) ডুপ্লেক্স গ) ফুল ডুপ্লেক্স ঘ) হাফ ডুপ্লেক্স ৩২. নিচের কোনটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস? ক) সিডি রম খ) হার্ডডিস্ক গ) রম ঘ) সিপিইউ ৩৩. CPU-এর সাথে অন্যান্য অংশের সংযোগ স্থাপনকারী বাসকে কী বলে? ক) এক্সপানশন বাস খ) কন্ট্রোল বাস গ) ডাটা বাস ঘ) সিস্টেম বাস ৩৪. আইনের শাসন কিসের কথা বলে? ক) সাম্য ও ন্যায্যতার খ) শৃঙ্খলার গ) ঐক্যের ঘ) সৌহার্দ্যরে ৩৫.নৈতিকতার আলোকে দুর্নীতি হচ্ছে- ক) ভেজাল খ) ঘুষ গ) নৈতিক অবক্ষয় ঘ) নকল ৩৬. IMF সুশাসনকে এজেন্ডাভুক্ত করে কত সালে? ক) ১৯৯০ সালে খ) ১৯৯৩ সালে গ) ১৯৮৯ সালে ঘ) ১৯৯৬ সালে ৩৭. শীতকালে বাংলাদেশের কোনটি সবচেয়ে শীতলতম জেলা? ক) দিনাজপুর খ) বগুড়া গ) শেরপুর ঘ) গাজীপুর ৩৮. মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য- ক) ২০৬ কিলোমিটার খ) ২৩৬ কিলোমিটার গ) ২৬০ কিলোমিটার ঘ) ২৮০ কিলোমিটার ৩৯. বাংলাদেশের আবহাওয়া অধিদফতর কোন মন্ত্রণালয়ের অধীনে? ক) প্রতিরক্ষা মন্ত্রণালয় খ) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গ) পরিবেশ ও বন মন্ত্রণালয় ঘ) বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ৪০. বার্ষিক ১২.৫% হার সুদে ৮০০ টাকার ৫ বছরে যে সুদ হয়, বার্ষিক ৪% হার সুদে কত টাকায় ৪ বছরে ঐ সুদ হবে? ক) ৩১২৫ টাকা খ) ৩৩৫০ টাকা গ) ৩০০০ টাকা ঘ) ৩৪৫০ টাকা ৪১. কাপড়ের মূল্য ১৫% কমে গেলে একজন লোক ১৩৬০ টাকায় পূর্বাপেক্ষা ৩ গজ কাপড় বেশি কিনতে পারে। প্রতি গজ কাপড়ের বর্তমান ও পূর্ব দর কত? ক) ৬০ ও ৭০ খ) ৮০ ও ৮৫ গ) ১০০ ও ৯০ ঘ) ৬৮ ও ৮০ ৪২. ২০ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে? ক) ৭৬০ খ) ৩৮০ গ) ১৯০ ঘ) ২৭০ ৪৩. = ? ক)১/২ খ) ১ গ) ৫/২ ঘ) ৩/২ ৪৪. মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন? ক) ৭২% খ) ৭৩% গ) ৮০% ঘ) ৭০% ৪৫. রিখটার স্কেল দিয়ে কী মাপা হয়? ক) ভূচুম্বকের তীব্রতা খ) বায়ুর চাপ গ) বায়ুর আর্দ্রতা ঘ) ভূমিকম্পের তীব্রতা ৪৬. কোন পদার্থের জন্য ফুল রঙিন ও সুন্দর হবে? ক) ক্লোরোপ্লাস্ট খ) নিউকোপ্লাস্ট গ) ক্রোমোপ্লাস্ট ঘ) ক্রোমাটোপ্লান্ট ৪৭. যদি, ৪ গুণ ৬ = ১৬২৪, ৩ গুণ ৭ = ৯২১, ২ গুণ ৪ = ৪৮ তবে, ৫ গুণ ৬ =? ক) ৫২৫ খ) ২৫৩০ গ) ৫৩৫ ঘ) ৫৪০ ৪৮. ---- এর সাথে যেমন অগ্রসর হওয়া সম্পর্ক, নিশ্চলতার সাথে তেমনই ----এর সম্পর্ক- ক) পশ্চাৎপসরণ-মুক্তিরোধ খ) মধ্যস্থতা-গমন করা গ) সাময়িক থেমে যাওয়া-গমন করা ঘ) পশ্চাৎপসরণ-গমন করা ৪৯. যদি ২০০৬ সালের ১লা জানুয়ারি বুধবার হয়; তবে ১লা জানুয়ারি ২০০৫ কী বার ছিল? ক) মঙ্গলবার খ) বুধবার গ) শনিবার ঘ) রবিবার ৫০. নিচের শব্দগুলোর মধ্যে কোনটি অসামঞ্জস্যপূর্ণ? ক) কিলোমিটার খ) কিলোগ্রাম গ) মাইল ঘ) গজ

উত্তরমালা : ১. ক ২. খ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. ক ১১. ক ১২. গ ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. খ ১৯. ঘ ২০. ঘ ২১. ক ২২. খ ২৩. উ ২৪. ঈ ২৫. ঈ ২৬. ই ২৭. ঈ ২৮. ই ২৯. উ ৩০. ঈ ৩১. ক ৩২. ক ৩৩. ঘ ৩৪. ক ৩৫. গ ৩৬. খ ৩৭. ক ৩৮. ঘ ৩৯. ক ৪০. ক ৪১. ঘ ৪২. গ ৪৩. ঘ ৪৪. খ ৪৫. ঘ ৪৬. গ ৪৭.খ ৪৮. ঘ ৪৯. ক ৫০. খ

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির