মুহাম্মদ আবদুল জব্বার কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত ও মো: আতিকুর রহমান সেক্রেটারি জেনারেল মনোনীত


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০১৫ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। ২০১৫ সালের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবদুল জব্বার এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন আতিকুর রহমান। রাজধানীর একটি মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অধিবেশনে নির্বাচিত সভাপতির নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর নবনির্বাচিত সভাপতিকে শপথ পাঠ করান ছাত্রশিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। সাংবিধানিক বাধ্যবাধকতা এবং ইতিহাস-ঐতিহ্যের আলোকে প্রতিবারের মতো এবারো গোপন ব্যালটের মাধ্যমে সারা দেশের সদস্যদের ভোট গ্রহণ করা হয়। গত ২৫ ডিসেম্বর ২০১৪ থেকে ২৯ ডিসেম্বর ২০১৪ পর্যন্ত সারা দেশে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী ২০১৫ সেশনের জন্য কার্যকরী পরিষদের সাথে পরামর্শ করে আতিকুর রহমানকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দান করেন।
মুহাম্মদ আবদুল জব্বার এই নিয়ে দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। এর আগে ২০১৪ সালেও তিনি কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। আতিকুর রহমানও দ্বিতীয়বারের মতো সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হন, ২০১৪ সালেও তিনি সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুহাম্মদ আবদুল জব্বার এর আগে সেক্রেটারি জেনারেল, দফতর সম্পাদক, সাহিত্য সম্পাদক, প্রকাশনা সম্পাদক এবং চট্টগ্রাম মহানগরী দক্ষিণ ও উত্তর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আতিকুর রহমান ইতঃপূর্বে কেন্দ্রীয় দফতর সম্পাদক, সাহিত্য সম্পাদক, শিক্ষা সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
সাধারণত প্রতি বছর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ফল ঘোষণা এবং শপথ অনুষ্ঠান হয়ে থাকে; কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকারের অগণতান্ত্রিক আচরণের ফলে সংবিধান অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণা ও সেক্রেটারি জেনারেল মনোনয়নের কাজ কার্যকরী পরিষদের অধিবেশনের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।