post

তরঙ্গে দাও তুমুল নাড়া

১৭ মার্চ ২০১৫
মোশাররফ হোসেন খান# Kobitaএখনো ঘুমিয়ে আছো? জেগে ওঠো সাহসী তরুণ আঁধার চৌচির করে ছিঁড়ে আনো নবীন অরুণ। তোমাদের পদক্ষেপ হোক সুকঠিন দৃঢ় শিলা। বক্ষ হোক টান টান একেকটি ধনুকের ছিলা। চেয়ে দেখো কারা যায় স্বপ্নের মিছিল নিয়ে দূরে আকাশ বাতাস মুখরিত আজ তাদেরই কণ্ঠসুরে। কেউ বলে লাভাস্তূপ কেউ বলে সাহসের গতি কেউ বলে ছুটেছে তুরকি ঘোড়া, কেউ বলে জ্যোতি। সাগর মথিত করে তুমিও তাদের সাথী হও মুক্তির মিছিলে তুমিও যুবক জাগ্রত সদা রও। ফুঁসেছে জোয়ার কে রুখবে আর এবার জাগাও ঘুমের পাড়া, দরিয়ার বুকে আঘাত হানো বারবার তরঙ্গে দাও তুমুল নাড়া। ছিঁড়ে যাক পাল ভেঙে যাক হাল আসুক তমসা ঘোর সপ্তসিন্ধু পাড়ি দিয়ে তবু আনতেই হবে নতুন ভোর ॥

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির