কে বলবে সামনে চলো কে বলবে সাহস রাখো কে বলবে ভাবনা কিসের, সামনে চলো, সামনে চলো- দৈত্য দানব পায়ে পিষে? কে বলবে, কে?
চলতে চলতে অগ্নি দেখা অগ্নি থেকে জ্বলতে শেখা জ্বলতে জ্বলতে দারুণ দ্রোহে তপ্ত তামায় কাহন লেখা!
কে বলবে ছুটতে থাকো? আমিই ছুটি টপকে গিরি সাগর নদী ভূতল ভূমি!
আমিই বাহন আমিই সওয়ার আমিই সাগর আমিই জোয়ার আমিই বহ্নি আমিই শিখা আমিই দহন দুপুর বেলা, এইতো আমি হাতের মুঠোয় বারুদ নিয়ে খেলছি খেলা!...
আপনার মন্তব্য লিখুন