প্রত্যুষে প্রত্যাশা । সীমান্ত আকরাম
১৭ জুলাই ২০১৯
অসীম চাওয়া-পাওয়া আর স্বপ্নের উপক্রম
উপত্যকার মেঘের মতো মিলিয়ে গেছে,
বিপণ্ণ রাতের প্রত্যাশিত আর্তিগুলো নিয়ে
ভোরের আলোয় পেখম মেলে দেখি
সম্ভাবনার বীজ অঙ্কুরিত হয়নি;
সংখ্যাতীত স্বপ্নের কলিগুলো অপ্রস্ফুটিত।
তখনো বিবর্ণ রাতের বাসরে
আমাদের স্বপ্নের আকাঙ্ক্ষা গুলো জেগেছিলো;
কিন্তু, নিষ্প্রভ প্রাণে মৃত্যুর ভাষা
গুঞ্জরিত হয়েছিলো জীবনাশ্বাসে
অন্ধকারে স্বপ্নের প্রলয়ে সম্ভাবনা হয়েছিলো উচ্চকিত।
এখনো মাঝরাত, ভোর তো অনেক দূরে
নতুন করে দীপ্তলয়ে যাত্রা শুরু করতে হবে
আমাদের মুখে উচ্চারিত হলো
সাহসের কণ্ঠস্বর
জীবনের নানা রঙ-বেরঙের
রূপালি পর্দা উঠলো দুলে।
আবারও ভোরের মৃদুমন্দ বাতাস
দোলা দিলো আলোর আশ্বাসে
আলোকিত প্রত্যুষের প্রত্যাশায়
আবার জাগতে হবে।
আপনার মন্তব্য লিখুন