post

প্রেরণার মিছিল মোশাররফ হোসেন খান

২৪ ডিসেম্বর ২০১৬
আমার মাতৃভূমির এক ইঞ্চি জমিনও আজ নিরাপদ নয়, নয় নিঃসংশয়। রাত্রি ও দিনে বাজে মৃত্যুর নাকাড়া শুনি বন্য বরাহের চিৎকার হুঙ্কার তোলে কোলা ব্যাঙ যত ব্যাঙাচিও করে কটাক্ষ! আমার মাতৃভূমির এই নিদারুণ করুণ দশা জানি না প্রলম্বিত হবে আর কতদূর! অথচ একদা অঙ্গীকার ছিল এখানকার এক ইঞ্চি জমিনও আর অপবিত্র হবে না শুনতে হবে না আর কোনো সারমেয়র গর্জন আর কখনো শুনতে হবে না কোনো পুত্রহারা মায়ের আহাজারি হতভাগ্যের করুণ আর্তনাদে আর কখনো ভারী হবে না বাতাস! কাকে বলে বদ্ধভূমি, কাকে বলে ঘোরতম কালো রাত? হে বিশ্ববাসী, এখানে এসো, দেখ- দেখ ভালো করে- যেখানে একদিন নোঙর ফেলেছিলেন হযরত শাহজালাল, খানজাহান আলী আর ঘোড়া দাবড়িয়ে ছুটে এসেছিলেন বখতিয়ার, ঈসা খাঁ- তাঁদের সেই পুণ্যভূমি আজ রক্তাক্ত, কলঙ্কিত হচ্ছে প্রতিদিন প্রতিটি মুহূর্ত তাহলে বলো, আমরা আর কোথায় আশ্রয় নেব! কোন্ সবুজের দিকে চোখ রাখবো? হায়রে বাতাস!- সেই বাতাসেই এখন ভেসে বেড়ায় বেওয়ারিশ লাশের গন্ধ আর কতটা ঋজু হলে দেখতে হবে না এমন নৃশংস দৃশ্য! একবার, অন্তত একবার জানিয়ে দাও হে বিশ্ব অধিপতিÑ আমরা আর কতটা হবো নিঃস্ব!

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির