post

ভোরের আলো । খন্দকার নূর হোসাইন

০৫ জুলাই ২০১৯

সময় যেন থমকে গেছে দূর পাহাড়ের মতো রক্ত নদীর পাল ছেঁড়া নাও মজলুমানের ক্ষত ঝড়ের থাবা গ্রাস করেছে জীর্ণ প্রাসাদটাকে ছোট্ট শিশুর চোখের পানি রংধনুটা আঁকে।

তপ্ত বালির মরুর পথে আটকে গেছে উট অশ্বারোহীর তেজি ঘোড়া দিচ্ছে না আর ছুট কাফেলা আজ পথ ভুলেছে অন্ধকারে দিকে অন্ধ পথিক খুঁজছে তখন একটু আলো নিতে।

ইসলামেরই আলো ছাড়া পথ চলা কি যায়? এই সাহসের ফুলকিধারা অন্য কোথাও নাই কান্না ভুলে চোখটা মেলো দিগন্তেরই মাঝে শক্তি তোমার লুকিয়ে আছে ব্যর্থতারই ভাঁজে।

দেখবে আবার আগের মতোই ছুটবে নতুন ঘোড়া মরুর পথে উট চলবে থাকবে না আর খোঁড়া আসবে আবার বিজয় জোয়ার ঈমানেরই ঢেউয়ে ফুটবে নতুন ভোরের আলো জালিম যাবে নুইয়ে।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির