লেখক : ডা: সবুজ আহমেদ
মেডিক্যাল শিক্ষার অনন্য জগৎ
১৩ অক্টোবর ২০১৮
সেই আদিকালে মানুষ সৃষ্টির পর হতেই বিভিন্ন অসুখ-বিসুখে আক্রান্ত হতে থাকে। এর ফলে সে কখনো নিজে নিজেই তা দূর করে সুস্থ থাকার আপ্রাণ চেষ্টা করেছে বা সুস্থ হতে অন্যের শরণাপন্ন হয়েছে। আর তখন থেকেই মানুষ ডাক্তার বা চিকিৎসক নামক শব্দের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে। সময়ের আবর্তে, বর্তমান এই সময়ে ডাক্তারের প্রয়োজনীয়তা অনেক বেশি দেখা দিয়েছে। কারণ মানুষ এখন প্রতিদিনই কোনো না কোনোভাবে খাদ্যের প্রভাবে, পরিবেশের প্রভাবে, বা অন্য কোনো কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন আর ডাক্তারের দ্বারস্থ হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ থাকতে চেষ্টা করছেন। আর এ কারণে ডাক্তারি পেশাটা এখনো আমাদের সমাজে অনেক বেশি সম্মানিত এবং পেশাগত দিক দিয়ে এটা এখনো সবার চেয়ে এগিয়ে। তবে বর্তমানে ডাক্তার বলতে আমরা MBBSদেরকেই বুঝে থাকি। কিন্তু এর বাইরেও যে আরো কয়েক শ্রেণীর ডাক্তার রয়েছেন তা হয়তো আমরা অনেকেই জানি না। তাই আজকে এই ডাক্তারদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিবো। তারা হলেন ন্যাচারাল মেডিসিনের ওপর ব্যাচেলর ডিগ্রিপ্রাপ্ত BUMS (Bachelor of Unani Medicine and Surgery) ও BAMS (Bachelor of Ayurvedie Medicine and Surgery)
কোথা থেকে BUMS/BAMS ডিগ্রি অর্জন করা যায় ..?
“সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ” দেশের অন্যান্য সরকারি মেডিক্যাল কলেজের মতোই একটি মেডিক্যাল কলেজ, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধিভুক্ত। কলেজটি ঢাকার (মিরপুর-১৩ নং) মনোরম পরিবেশে অবস্থিত। এখানে পাঁচ বছর মেয়াদি অ্যাকাডেমিক কোর্স সমাপ্ত করে অত্র মেডিক্যাল কলেজে বা দেশের যেকোনো সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সারা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাপনা পর্যালোচনা করে ন্যাচারাল চিকিৎসা তথা হাজার বছরের ঐতিহ্যবাহী BUMS ও BAMS চিকিৎসাবিজ্ঞানকে স্বীকৃতি প্রদান করে। এরই ফলশ্রুতিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ১৯৯০ সালে মনোরম পরিবেশে (WHO) এর সার্বিক সহযোগিতায় BUSM/BAMS ডাক্তারদের জন্য আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে এই ব্যতিক্রমধর্মী মেডিক্যাল কলেজটি প্রতিষ্ঠা লাভ করে ।
আসন সংখ্যা : BUMS-25, BAMS-25
অত্র মেডিক্যাল কলেজে ভর্তির যোগ্যতা
ন্যাচারাল মেডিসিনের ব্যাচেলর পর্যায়ের এই মেডিক্যাল কলেজে ভর্তি হতে হলে বিজ্ঞান বিভাগ হতে অবশ্যই SSC ও HSC তে মোট GPA-9 পয়েন্ট লাগবে। উভয়টিতেই জীববিজ্ঞান (Biology) তে ৩.৫০ পয়েন্ট অব্যশই থাকতে হবে। প্রতি বছর স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণরাই শুধুমাত্র ভর্তির সুযোগ পাবে।
যে সকল বিষয় পড়ানো হয়
1st professional Examination-1500 marks
Anatomy
Systemic subject
Physiology
1.Pharmacology & pharma cognosy
Biochemistry
2.Mediconmy and History
2nd Professional Examination-1700 marks
Community medicine
Forensic Medicine and Toxicology
Pathology & Microbiology
Systemic subject
Pharmacology and pharma cognosy
Pharmacy and pharmaceutics
Final professional Examination-1700 marks
Surgery
Pediatrics
Medicine and Allied subject
Gynecology and Obstetrics
EENT
বাংলাদেশে উচ্চতর ডিগ্রি
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়য়ে বিভিন্ন বিষয়ে (যেমন: Gerontology, Microbiology, Pharmacy, Public Health ইত্যাদি বিষয়গুলো (Masters, M-Fill, Phd করার সুযোগ রয়েছে। এ ছাড়াও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, icddr’b শিশু হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল, ক্যান্সার ইনস্টিটিউট থেকে ক্লিনিক্যাল বিষয়গুলোতে উচ্চতর ডিগ্রি নেয়া যায়।
দেশের বাইরে উচ্চতর ডিগ্রি
ন্যাচারাল মেডিসিন (BUMS ও BAMS) এর ওপর যে সকল দেশে উচ্চতর ডিগ্রি তথা পোস্ট গ্র্যাজুয়েশন করা যায়- ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, চীন, কানাডা, রাশিয়া, আমেরিকা প্রভৃতি দেশে। BUMS ও BAMS বিষয়গুলো ছাড়াও অ্যালোপ্যাথিক মেডিসিনের সকল বিষয়গুলোর ওপর উচ্চতর শিক্ষা ও প্র্যাকটিসের সুযোগ রয়েছে।
চাকরির ক্ষেত্রসমূহ (Job Opportunity)
ব্যক্তিগত চেম্বার।
বাংলাদেশের সকল জেলা সদর হাসপাতাল।
সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মেডিক্যাল অফিসার)।
স্বাস্থ্য অধিদফতর (Dghs)
হেলথ সম্পর্কিত বিভিন্ন সরকারি ও বেসরকারি এনজিও সংস্থা ।
WHO এর বিভিন্ন গবেষণাধর্মী ও এনজিও সংস্থা।
দেশের স্বনামধন্য বিভিন্ন ফার্মাসিউটিক্যাল যেমন স্কয়ার, ইবনে সিনা, অ্যাকমি, ড্রাগ ইন্টারন্যাশনাল, ইনসেপ্টা, অরিয়ন ফার্মাসহ অনেক প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ অফিসার হিসেবে।
বিভিন্ন এনজিও ও ফার্মাসিউটিক্যালের নিজস্ব মেডিক্যাল অফিসার হিসেবে।
এ ছাড়াও BCS এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারের অন্তর্ভুক্ত হয়ে চাকরির সুযোগ রয়েছে।
অপটিক কোচিং
BUMS, BAMS এর ভর্তির এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
যারা আজন্ম লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান তাদেরকে আমাদের কোচিংয়ে স্বাগতম।
যোগাযোগ : ০১৯৫৯৫৩৭৮৯১
আপনার মন্তব্য লিখুন