রক্ত তরঙ্গ সিঁড়ি । তাসনীম মাহমুদ
২৯ অক্টোবর ২০১৯
প্রতিবাদের সিঁড়িতে তুমি প্রথম নও
প্রতিবাদের সিঁড়িতে তুমি শেষ নও;
প্রতিবাদের সিঁড়িগুলো তো অনিঃশেষ নির্মাণে
বয়ে চলা এক দীর্ঘ অথচ;
কাঙ্ক্ষিত পরম্পরার নাম!
প্রতিবাদের উষ্ণ সিঁড়িতে তুমি নেই
ফেনীর বুকের মতো শুকিয়ে গেছো
রক্তজমাট কালচে দেহ নিয়ে..।
মালেকের মতো, সিরাজের মতো, বসুনিয়ার মতো
তুমি ছিলে একটি তাজা ফুটন্ত গোলাপ
যার টকটকে লাল রং শিশির ভেজা ইতিহাসে
নব-স্বৈরাচারীর চুক্তিপত্রকে করেছে হারপুন বিদ্ধ!
হায়েনার বিষদাঁত;
তোমার মতো অসংখ্য মেধার খুনে
বিশ্ববিদ্যালয়গুলোকে করে তুলেছে
বিবসনা ডাকাতের গ্রাম।
যুগে যুগে প্রতিবাদ রক্তাক্ত হয়েছে..!
শাসকের রংচটা নৃশংস ঘাতক বুলেট
বস্ত্রকৃপণ নর্তকীর মতো কেড়ে নিয়েছে অধিকার।
প্রতিবাদের সিঁড়িতে তুমি নেই
তবু; তোমার মতো অসংখ্য জীবন
জমাট বাঁধা মধু চাকের মতো বৃক্ষ শাখায় শাখায়
বেঁধেছে দল..। ফুঁসে ওঠা উত্তাল-তরঙ্গ মাঝে
তুমি তো শ্লোগান মুখর একজন বীর;
একজন সাহসী যোদ্ধা।
তোমাকে সালাম হে নির্ভীক!
তুমি জীবন দিয়ে বুঝিয়ে গেলে,
সিঁড়ির বাঁকে বাঁকে তোমার প্রতিবাদ
সম্ভাব্য সময়ের রক্ত মশাল অফুরান প্রেরণা..।
আপনার মন্তব্য লিখুন