সচকিত হবে ঘুমন্ত মানুষেরা । হেলাল আনওয়ার
১৬ জানুয়ারি ২০১৯
সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম আকাশে
ম্লান হচ্ছে দিনের আলো
থেমে যাচ্ছে কোলাহল পাখিদের কলরব
সূর্য ডুবে যাচ্ছে সবুজ বনের গা ঘেঁষে ঘেঁষে
থেমে যাচ্ছে হোটেলের দরজা
রাস্তাগুলো একেবারে জনশূন্য।
চারপাশে কবরের নিস্তব্ধতা,
কেবল নীরবতার পর্দা ছিঁড়ে
মাঝে মাঝে ডাস্টবিনের বাসিন্দারা নির্লজ্জের মতো
ডেকে ওঠে।
রাত মানে- এই শহর যেন
ওদের কাছে নিষ্কণ্টক চারণ ভূমি।
সকাল হলে ওদের আর দেখা যায় না
কোথায় থাকে ওরা, কেউ খবরও রাখে না
ওরাও এখন রাতকে দিন বানাতে চায়
আলোর কণ্ঠনালী চেপে ধরে অন্ধকারকে
চাপিয়ে দেয় সভ্যতার মঞ্চে।
আর গভীর উদ্বিগ্নতায় পথ চাওয়া মায়ের মতো
সভ্যগণ চেয়ে চেয়ে ক্লান্ত এখন।
বেলা ডুবে যাচ্ছেÑ
উৎকণ্ঠায় তলিয়ে যাচ্ছে জনপদ,
লোকালয়ের চারপাশ ইতর বিলাসী হন্যে শেয়ালগুলো
সূর্যোদয়কে সহ্য করতে পারে না।
সূর্য ডুবে যাচ্ছে তা যাক
আগামীকাল তো আবার সূর্য উঠবে
আলোর উত্তাপে সচকিত হবে ঘুমন্ত মানুষেরা
আর রুদ্ধ দরজাগুলো এক দুই করে খুলে যাবে দিবালোকে।
আপনার মন্তব্য লিখুন