কবির কলম চলছে চলুক সত্য ন্যায়ের পক্ষে
ভয় করো না লিখতে গিয়ে সাহস রেখো বক্ষে
কাঁপবে নাকো কবির কলম চলবে এঁকে সোজা
লেখার মাঝে স্বপ্ন সাজে আসবে বিপদ বোঝা।
জেনে রেখো কলম সে-তো সত্য ন্যায়ের বাণী
কাব্য লিখে ধরার বুকে আলোর প্রবাদ আনি
মিথ্যা মোহে কোনোভাবে ধরো নাকো কলম
লেখা হবে সকল জাতির ভালো হওয়ার মলম।
থাকলে বিবেক লেখার সময় সত্য ন্যায়ে জাগবে
কাব্য পড়ে অন্যায়কারী লেজ গুটিয়ে ভাগবে
হৃদয় মাঝে সাহস রেখে সত্যের পথে রাঙো
যুক্তি দিয়ে মুক্তির আভায় মনের বিবাদ ভাঙো।
কল্পনা নয় বাস্তবতায় গর্জে ওঠার পালা
যাক না বয়ে যত ততো অবাধ নদীনালা
সকল বাধার প্রাচীর ভেঙে জেগে ওঠো আগে
সফল হলে ঘুরতে যেও জুঁই চামেলির বাগে।
কাব্য কবির কলম থেকে আসবে ন্যায়ের লেখা
কাব্য পড়ে অসৎ জাতির হবে আলোর শেখা
লিখতে গিয়ে ভয় করো না বাস্তবতায় আঁকো
বিপথগামী আছে যতো সত্যের পথে ডাকো।