হে রাসূল
সোলায়মান আহসান
২১ নভেম্বর ২০১৭
কোথাও মানুষ মরে, ঘর-বাড়ি পুড়ে ছারখার
মানুষের বুকে বাজে হাহাকার, করুণ সানাই
‘পালাই পালাই’ করে দিন কাটে- সন্ত্রস্ত সদাই
হননের আয়োজন, চারদিকে আর্ত চিৎকার-
এখন চলছে ধুম- মানবের সমাজ ভাঙার,
দানবের আগমনে চলছে বরণ উৎসব
‘মানবতা’ লাশ কাঁধে বুশ ও শ্যারন স্তুতি-স্তব
জাতিসংঘ বারান্দায় গেয়ে যায় প্রতিদিন তার।
এমন যখন বিশ্ব-মুসলিম (সার্কাসি শার্দূল)
মাথা কুটে মরে শুধু অবরুদ্ধ কাটে দিন বেলা
তবুও কাটে না ঘোর- কাটে না আচ্ছন্নতা ও ভুল
বন্ধু নেই-সঙ্ঘ নেই-চলে শুধু রক্তে ‘হোলি’ খেলা
আজ তাই বেদনায় জর্জরিত হৃদয় আকুল :
হে রাসূল ! শাফায়েত যাচি হে নিমগ্ন একেলা।
আপনার মন্তব্য লিখুন