post

রক্তপ্লাবিত রোহিঙ্গাদের প্রতি

মোশাররফ হোসেন খান

০৫ অক্টোবর ২০১৭
  পৃথিবীর মানচিত্র ক্রমশ কি ছোট হয়ে যাচ্ছে মুসলিমদের জন্য? রোহিঙ্গাদের মাথার ওপর কোন ছাদ নেই পায়ের নিচে মাটি নেই এমনকি জঙ্গল কিংবা সাগর-নদীতেও তাদের ঠাঁই নেই! তারা আমূল উদ্বাস্তু তাদের কোনো আশ্রয় নেই নেই কোনো অভিভাবক মৃত্যুই যেন কেবল তাদের নিত্যসঙ্গী! ফিলিস্তিনের দিকে তো আর তাকানোই যায় না সোমালিয়া, সিরিয়া, কাশ্মির দাউ দাউ অগ্নিস্তম্ভ আর আমরা তো জীবন্মৃত! পৃথিবীর মানচিত্র এত ছোট হয়ে যাচ্ছে কেন? তাহলে মুসলিমরা আর কোথায় আশ্রয় নেবে! হে প্রভু! মুসলমানদের জন্য যদি আর কোনো মানচিত্রই না থাকে যদি না থাকে তাদের দাঁড়াবার এতোটুকু ঠাঁই তাহলে অন্তত আমার বুকের জমিনটাই করে দাও প্রশস্তÍ পৃথিবী- যেখানে অন্তত আমার আত্মজরা নিরাপদে আশ্রয় নিতে পারে!

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির