post

কাফেলার পথে

নুরুল হুদা নূরী

০৬ জানুয়ারি ২০২০
আমাদের এ কাফেলা থামে না পতাকাটা উঁচু থাকে নামে না কাফেলার পথে পথে সাপের ছোবল তবুও এড়িয়ে চলি ওজ্জা হোবল শত বাধা পেরিয়েও আমাদের কর্মীরা দমে না এ কাফেলা কোনদিন থামে না। পথে পথে চেয়ে আছে হায়েনার দল জ্বালিয়ে রেখেছে ওরা কত দাবানল সম্মুখে লড়ি মোরা শুধু অবিরাম জালিমের সাথে করি কত সংগ্রাম কাফেলার পথ নয় কুসুম কলি পথের দু’ধারে আছে কত চোরাগলি। এ পথে কখনও হলে জীবনটা ক্ষয় কাফেলার কর্মীরা করে নাতো ভয় আল্লাহর দ্বীন তারা দেয় পাহারা নিকষ আঁধার ভেঙে মরু সাহারা তবুও টলে না এই দ্বীনের নাবিক অবিচল অবিরাম পথ চলে ঠিক।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির