post

জগৎসেরা

ফরিদ সাইদ

২২ ফেব্রুয়ারি ২০২০
মাটির মায়া হাতছানি দেয় খোকার কোমল মনে সবুজ-শ্যামল গাঁয়ের শোভা ভাসে চোখের কোণে। নিমের ডালের কচিপাতা দক্ষিণ হাওয়ায় দোলে পাখির বাসায় কাকের ছানা নেয় জড়িয়ে কোলে । দূর আকাশে মেঘের ভেলা আপন মনে হাসে শরৎকালে হৃদয় নাচে রোদের দাপট-ত্রাসে। মহান প্রভুর দয়ার-ই দান আমার দেশের মাটি জগৎসেরা বাংলা আমার সোনার চেয়ে খাঁটি।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির