post

পাগল

আব্দুল হাকিম

১৩ ফেব্রুয়ারি ২০২০
তার চলা দেশে-দেশ পায় নাতো নির্দেশ ঠিকানায় নেই কোন লক্ষ্য, কোন কাট দিলে কবে ভাব মিলে এই ভবে জানা নেই, নয় পরিপক্ব। চোখ মেলে ছুটে যায় একা তাই নিরুপায় চলাচল করে, ফের মুক্ত- কারো কোন দল নেই মনে প্রাণে ছল নেই তার দলে সেই নিজে পোক্ত। কথা বলে মিটমিট রেগে গেলে খিটখিট তবু তার সাফ থাকে বক্ষ রাগ যবে কমে যায় খুঁজ করে দানা খায় নিজে নিজে কয় আমি দক্ষ। সপ্তাহকে বলে মাস বুদ্ধিরও করে চাষ হরদম মুখে ছুড়ে যুক্তি, কথা কয় রস আনে আর থাকে মুখ পানে- বিজ্ঞানী নিউটনের উক্তি। তোরা আজ ভালো বেশ যাতায়াতে নেই লেশ খুন-গুম দেখো বলো ‘কিচ্ছা’, তাই বলে পাগল আজ নেই কোন কারুকাজ সবকিছু তোদের-ই ইচ্ছা।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির