ভয় কি তবে । খন্দকার নূর হোসাইন
৩০ অক্টোবর ২০১৯
ঝড়ের তোপে উত্তাল ঢেউয়ে দুলছে সোনার তরী
তীরটা কোথায় পায়না খুঁজে রাত্রি মেঘের জুড়ি।
এমন আধার ঢেউ ভাঙা রাত পাড়ি দিবে ভাই?
কোন সাহসে হাল ধরেছো পালটা যখন নাই?
সামনে আছে অনেক বড় পাহাড় সমান ঢেউ
এমন পাহাড় ভাঙতে কি আর পারবে বল কেউ?
জোনাক পোকার পাঞ্জেরিতে পথটা পাড়ি দিবে?
হাঙর মাছের মস্ত হায়ে সাহস গিলে নিবে!
তাই বলে কি তুমি,
অনেক দূরের পথ পেরিয়ে আবার ফিরে যাবে?
পিছু টানের সফলতা কে পেয়েছে কবে?
ভাঙা পালের নৌকা নিয়েও ঢেউ পেরুনো যায়!
আল্লাহ তায়ালার সৈন্য যারা তাঁদের কিসের ভয়?
ভয় কি তবে সাগর দেখে, হোকনা তুফান ঝড়
দ্বীন কায়েমের লক্ষ্যপানে থাকতে হয় অনড়
এমন নাবিক হলেই শেষে তীরটা যাবে দেখা
সাম্য ন্যায়ের সেই ইতিহাস আবার হবে লেখা।
আপনার মন্তব্য লিখুন