post

ভয় পেয়ো না

শুকরান সাবিত

১২ ফেব্রুয়ারি ২০২০
ভয় পেয়ো না রাতটা গভীর হলে আড়ালে তার মজার খেলা চলে গভীর হলেই দিন ঘনিয়ে আসে সুবহে সাদিক মিষ্টি সুরে হাসে ঘুম ভাঙিয়ে মিনারে যাও ছুটে দেখবে তিমির গেছে টুটে। সূর্য যখন মেঘরা করে গ্রাস ভয় পেয়ো না, হয়ো না হতাশ সামর্থ্য কি মেঘের এমন আছে? বন্দি থাকে আলোক তাদের কাছে? অপেক্ষাটা একটু বাড়াও, ঠিক- দেখবে সুরুজ হাসাচ্ছে চারদিক। তেমনি জালিম হোক না যতই বড় মুমিন কভু হয় না জড়সড় শির উঁচিয়ে সামনে দাঁড়ায় ঠায় মুমিনরা নয়, জালিমই ভয় পায় মুজাহিদরা ধরবে যখন টুঁটি থরথরিয়ে কাঁপবে গদির খুঁটি।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির