post

মৃত্যুহীন প্রাণ (শহীদ আব্দুল মালেক স্মরণে)

ফররুখ আহমদ

২২ জুলাই ২০২২

দেখো দেখো শহীদের মুখচ্ছবি উজ্জ্বল অম্লান

সুবে-উম্মিদের দীপ্ত কি প্রশান্ত আফতাব রওশন

(দুই জাহানের মাঝে অনিন্দিত, উৎফুল্ল আনন,

ব্যগ্র দৃষ্টি মেলে আছে যার পানে জমিন-আসমান)।

পরম সাফল্য আর যে পেয়েছে সত্যের সন্ধান,

দুর্লভ সম্ভ্রম আর সৌভাগ্যের অধিকারী সেই 

শহীদের মুখচ্ছবি দেখো (ম্লানিমার চিহ্ন নেই;)

মহান ত্যাগের পথে সে আজ উন্নত; মহীয়ান।


মৃত্যুহীন প্রাণ তার ঊর্ধ্ব হতে আরো ঊর্ধ্বস্তরে 

উঠে যায় কী সহজে! কী সহজে জান্নাতের পথ

খুলে যায় একে একে প্রেমপন্থী নবীর উম্মৎ;

আল্লাহর স্মরণে যায় ঊর্ধ্বগতি অনন্ত অম্বরে।

নির্বাক বিস্ময়ে দেখি অকল্পিত শহীদি কিসমৎ

হিংসা হিং¯্রতার বাসা পৃথিবীর পথে ও প্রান্তরে।

                                        (সংকলিত)

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির