post

শিবিরের সভাপতি নির্বাচন সম্পন্ন

২৭ জানুয়ারি ২০১৪

আবদুল জব্বার কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান সেক্রেটারি জেনারেল

Nibachonবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০১৪ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবদুল জব্বার এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন আতিকুর রহমান। গতকাল বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অধিবেশনে নির্বাচিত সভাপতির নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর নবনির্বাচিত সভাপতিকে শপথ পাঠ করান ছাত্রশিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল। সাংবিধানিক বাধ্যবাধকতা এবং ইতিহাস-ঐতিহ্যের আলোকে প্রতিবারের মতো এবারো গোপন ব্যালটের মাধ্যমে সারা দেশের সদস্যদের ভোট গ্রহণ করা হয়। গতকাল শিবিরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২২ থেকে ২৪ জানুয়ারি সারা দেশে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী ২০১৪ সেশনের জন্য কার্যকরী পরিষদের সাথে পরামর্শ করে আতিকুর রহমানকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দান করেন। নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ আবদুল জব্বার এর আগে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, দফতর সম্পাদক, সাহিত্য সম্পাদক, প্রকাশনা সম্পাদক এবং চট্টগ্রাম মহানগরী দক্ষিণ ও উত্তর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন মনোনীত সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান ইতঃপূর্বে কেন্দ্রীয় দফতর সম্পাদক, সাহিত্য সম্পাদক, শিক্ষা সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সাধারণত প্রতি বছর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ফল ঘোষণা এবং শপথ অনুষ্ঠান হয়ে থাকে; কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকারের অগণতান্ত্রিক আচরণের ফলে গত তিন বছরের মতো এবারো সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়নি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ফলে সংবিধান অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণা ও সেক্রেটারি জেনারেল মনোনয়নের কাজ কার্যকরী পরিষদের অধিবেশনের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। এর আগে সকাল ১০টায় ছাত্রশিবিরের ২০১৩ সেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সমাপনী অধিবেশন শেষ হয়। ২০১৩ সেশনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বারের সভাপতিত্বে অধিবেশনে কার্যকরী পরিষদের সব সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মো: সেলিম উদ্দিন। কার্যকরী পরিষদের সমাপনী অধিবেশনের পর ২০১৪ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ফল ঘোষণা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির