post

সাদা ধবধবে রাজপথ (শহীদ আবদুল মালেক স্মরণে)

ফারুক মোহাম্মদ ওমর

১০ আগস্ট ২০১৭
  প্রতি বছর একটি দিনের অপেক্ষায় থাকি আদর্শ আর ক্ষুরধার যুক্তিতে এক সাদা ধবধবে রাজপথের বিপ্লবী ঝড়ের জন্য, যা একজন জ্যামিতিক শিল্পীর আঁকা শৈল্পিক স্মারক আমরা পড়ছি আর হাঁটছি পড়ছি আর হাঁটছি যুগ থেকে যুগান্তর। তেলেসমাতির নয়া জামানায় যেখানে মানুষ কাঁদে অসহায়, সেখানে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা কিংবা শিক্ষায় নেই সৎভাবে বেঁচে থাকার অধিকার! তুমি এলে সময়ের সাহসী সন্তান হয়ে অন্ধকার সময়ের বাতিওয়ালা! বিপ্লব এনেছে জনতা যা রফতানিকারক শব্দ নয় আমরা পড়ছি আর হাঁটছি পড়ছি আর হাঁটছি যুুগ থেকে যুগান্তর। সময়কে বাগে এনে বশ্যতা স্বীকার করায়ে স্টাপলারে পুঁতে ভ্রান্ত শিক্ষানীতির বিপরীতে তুমি শুনিয়ে দিলে শিক্ষার সুনীতি, যা সমাদৃত হল দেশ মাটি মৃত্তিকায়। আমরা পড়ছি আর হাঁটছি পড়ছি আর হাঁটছি যুগ থেকে যুগান্তর। এরপর থেকেই ইতিহাস একটি নামের সাথে আলিঙ্গন করে চলছে এই ষড়যন্ত্রের লীলাভূমিতে, এক দুর্জয় কাফেলার প্রেরণার মিনার হয়ে কেউ গুম হচ্ছে খুন হচ্ছে কেউ ফাঁসির দড়িকে আমন্ত্রণ জানাচ্ছে বুক ফুলিয়ে। সন্তান হারাচ্ছে বাবাকে, মা সন্তানকে বাবা ছেলেকে, স্ত্রী স্বামীকে তবুও চলছি যুগান্তর জানি সামনেই সহসা ভোর,   আমি ওই একটি দিনের অপেক্ষায় একটি সাদা ধবধবে রাজপথের নির্মাণ।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির