post

সাহসের চাষাবাদ

ওয়াহিদ জামান

১৭ জুলাই ২০২৩

আমাদের ওলীগণ আমাদের রাহবার

তসবি দানায় পোষে বারুদের হুংকার

আল্লাহু আকবার আল্লাহু আকবার।


এ বারুদ ইলাহীর 

ভেঙে ফেলে জিঞ্জির

রক্ত সাগরে দেখে মুক্তি,

অন্তরে অন্তরে সাহসের চাষাবাদ

সে ভয়ে কেঁপে ওঠে জালিমের মসনদ

ছিঁড়ে ফেলে দালালের শয়তানি চুক্তি।

নারায়ে তাকবীর আমাদের উক্তি।


কাফনের কাপড়ে স্বপ্ন লিখি

শাহাদাত আমাদের কামনা,

কোনো জুজুর ভয়ে ভীত নই কেউ

যতই নিচে তুমি নামো না!

শাহাদাত আমাদের কামনা।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির