post

স্বপ্ন দেখি

সাজিদ মাহমুদ

০২ ডিসেম্বর ২০১৯
রক্তে আমার দ্রোহের অনল বারুদ জ্বলে বুকে, চক্ষু জোড়া অশ্রু ঝরায় ভাই হারানোর শোকে। দ্বীনের পথে কত সাথী সঙ্গী হারালাম, কত মায়ের স্বপ্ন দেখা ফুলকে মাড়ালাম। দ্বীন কায়েমের স্বপ্ন ছিল যাদের চোখে মুখে, শোকে কাতর মনটা পাথর তাদের বিয়োগ দুখে। তবু আমি স্বপ্ন দেখি আসবে ফিরে দিন, দ্বীন কায়েমেই শোধ হবে ফের রক্তে দেনা ঋণ।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির