post

জানুয়ারি মাসে শাহাদাত বরণ করেছেন যাঁরা

০৫ জানুয়ারি ২০১২
শহীদ সেলিম জাহাঙ্গীর বাবার নাম : আবুল হাশেম চৌধুরী মায়ের নাম : সাজেদা বেগম স্থায়ী ঠিকানা : বাবুনগর, ফটিকছড়ি, চট্টগ্রাম। ভাইবোন : ৫ ভাই ২ বোন। ভাইবোনদের মাঝে অবস্থান : তৃতীয় পরিবারের মোট সদস্য : ৯ জন সাংগঠনিক মান : কর্মী পড়াশোনা : বিএ দ্বিতীয় বর্ষ, ফটিকছড়ি ডিগ্রি কলেজ কৃতিত্ব : এসএসসিতে ৪টি লেটারসহ প্রথম বিভাগে উত্তীর্ণ, পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি লাভ। আহত হওয়ার স্থান : ফটিকছড়ি ডিগ্রি কলেজ ক্যাম্পাস। আঘাতের ধরন : বুকের বাম পাশে ছুরির আঘাত, অতঃপর কিরিচ ও রামদা দিয়ে রগ ও শিরা কর্তন। হামলাকারী : মুজিববাদী ছাত্রলীগ। শাহাদাতের স্থান : চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল। শাহাদাতের তারিখ : ৪ জানুয়ারি ১৯৮৬ সাল শহীদক্রম : ১২তম শহীদ মাহফুজুল হক চৌধুরী শাহাদাতের তারিখ : ৪ জানুয়ারি ১৯৮৬ শাহাদাতের স্থান : : রাঙ্গুনিয়া রওজার হাটে আহত হন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজে শাহাদাত বরণ করেন। অ্যাকাডেমিক যোগ্যতা : দ্বিতীয় বর্ষ, চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ সাংগঠনিক মান :  সদস্যপ্রার্থী, কলেজ সভাপতি হামলাকারী : ছাত্র ইউনিয়ন ঠিকানা :  সদাহা, সাতকানিয়া চট্টগ্রাম শহীদক্রম : ১৩তম শহীদ মোজাহের আলী শাহাদাতের স্থান : কুষ্টিয়া শাহাদাতের তারিখ : ২২ জানুয়ারি ১৯৯০ সাংগঠনিক মান : সাথী পড়াশোনা : কুষ্টিয়ার মিরপুর নাজমুল উলুম সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসা থেকে আলিম পরীক্ষার্থী আঘাতের ধরন : গলায় ফাঁস লাগিয়ে হত্যা হামলাকারী : অজ্ঞাতনামা দুর্বৃত্তরা স্থায়ী ঠিকানা : কুষ্টিয়া জেলার মিরপুর, মিঠল গ্রাম শহীদক্রম : ৩৮তম শহীদ কুতুব উদ্দিন শাহাদাতের স্থান : ফটিকছড়ি শাহাদাতের তারিখ : ১০.০১.১৯৯৩ হামলাকারী : ছাত্রলীগের সন্ত্রাসীরা সাংগঠনিক মান : কর্মী পড়াশোনা : এইচএসসি, ফটিকছড়ি ডিগ্রি কলেজ আঘাতের ধরন : অপহরণ করে  পাইন্দাং দিয়ে হত্যা ঠিকানা : ফটিকছড়ির ধুকং চাঁদমিয়া সওদাগর বাড়ি, চট্টগ্রাম শহীদক্রম : ৫১তম শহীদ মোশাররফ হোসেন   পিতা : মাস্টার কাজী সামছুল হুদা ভাইবোন : দুই ভাই ও তিন বোনের মধ্যে জ্যেষ্ঠ। সাংগঠনিক মান : কর্মী ঠিকানা : জয়পুর, শুভপুর, ছাগলনাইয়া, ফেনী পড়াশোনা : ২য় বর্ষ (সম্মান) গণিত, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। ঘটনা : ছাত্রলীগ কর্তৃক শিবির নেতা জিয়াউর রহমানকে আহত করার প্রতিবাদে মিছিল করতে গিয়ে আন্দরকিল্লায় ছাত্রলীগের ব্রাশ ফায়ারে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন। শাহাদাতের তারিখ : ১২ জানুয়ারি, ১৯৯৩ সাল। শাহাদাতের স্থান : আন্দরকিল্লা, চট্টগ্রাম শহীদক্রম     : ৫২তম শহীদ মো: ইয়াহিয়া পিতার নাম : মো: আমজাদ আলী সাংগঠনিক মান : কর্মী সর্বশেষ পড়াশোনা : বি এ (সম্মান) ১ম বর্ষ  (আরবি) রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যান্য কৃতিত্ব : ভালো খেলোয়াড় ছিলেন। আহত হওয়ার স্থান : সদর হাসপাতাল মোড়, রাজশাহী আঘাতের ধরন : ছোরা, লাঠি। হামলাকারী : ছাত্রদল ও ছাত্রঐক্য। শাহাদাতের তারিখ : ১৪.০১.১৯৯৩ স্থায়ী ঠিকানা : গ্রাম: হরিদাগাছি, ডাক-কেমারহাট, থানা মেনেপুর, জেলা : রাজশাহী। ভাইবোন : ৩ ভাই ৩ বোন । ভাইবোনদের মাঝে অবস্থান : প্রথম শহীদক্রম : ৫৩তম মু. এনামুল হক দুদু পিতা : মরহুম মুহাম্মদ ওয়াহাব শাহাদাতের তারিখ : ০১.০১.১৯৯৯ ইং শাহাদাতের স্থান : হবিগঞ্জের চুনারুঘাট থানার চাঁদভাঙ্গা নামক স্থানে জন্মতারিখ : ১৯.০১.১৯৭২ ইং স্থায়ী ঠিকানা : খাসিপাড়া, তাজপুর, বালাগঞ্জ, সিলেট শিক্ষাজীবন : কামিল পাস ও স্নাতক ২য় বর্ষ, তাজপুর ডিগ্রি কলেজ। সাংগঠনিক মান : সদস্য, বালাগঞ্জ উপজেলা সভাপতি, সিলেট হামলাকারী : আওয়ামী দুর্বৃত্ত। ভাই-বোন : ২ ভাই, ৩ বোন কততম শহীদ : ৯৯তম শহীদ সালাহ উদ্দিন পিতা : মাওলানা আলী আহমেদ মাতা : উম্মে হাফছা ঠিকানা :  এওচিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম ভাই-বোনদের সংখ্যা : ৭ ভাই ৪ বোন শহীদ অবস্থান : ভাইবোনদের মধ্যে পঞ্চম একাডেমিক যোগ্যতা : বিকম পরীক্ষার্থী সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান : হাজী মুহাম্মদ মুহসীন কলেজ সাংগঠনিক মান :  কর্মী, আবাসিক শাখা সভাপতি (বাকলিয়া) অপহরণকারী :  ছাত্রলীগ অপহৃত হওয়ার তারিখ : ২০ জানুয়ারি, ২০০০ শাহাদাতের তারিখ : ২১ জানুয়ারি, ২০০০ শাহাদাতের স্থান : হাটহাজারী, চট্টগ্রাম কবর যেখানে : পারিবারিক কবরস্থান যে শাখার শহীদ :  চট্টগ্রাম মহানগর শহীদক্রম : ১০৯তম শহীদ শাফায়েত উল্লাহ ভূঁইয়া পিতা : এনায়েত উল্লাহ ভূঁইয়া মাতা : মোসাম্মৎ নাছিমা আক্তার ঠিকানা : বারৈয়াঢালা এনায়েত উল্লাহ ভুঁইয়া বাড়ী, সীতাকুণ্ড, চট্টগ্রাম ভাই বোন : ১ ভাই ১ বোনের মধ্যে বড় জন্ম তারিখ  : ০১-০২-১৯৮৯ একাডেমিক যোগ্যতা : আলিম অধ্যয়নরত সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান : সীতাকুণ্ড কামিল মাদরাসা সাংগঠনিক মান :  সাথী, বড় দারোগাহাট আবাসিক শাখার সভাপতি হামলাকারী : স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ আহত হওয়ার তারিখ : ১৬-০১-২০০৬ শাহাদাতের তারিখ : ১৭ জানুয়ারি, ২০০৬ কবর যেখানে : পারিবারিক করবস্থান যে শাখার শহীদ :  চট্টগ্রাম উত্তর জেলা শহীদের শখ : কৌতুক ও অভিনয় করা শহীদক্রম : ১২৫তম      গ্রন্থনায় : এম এম রহমাতুল্লাহ

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির