post

অতন্দ্র প্রহরী

আবু তাহের বেলাল

১২ জুলাই ২০২৩

(শহীদ আব্দুল মালেক ভাইকে উৎসর্গিত)

অঘোরেই সারারাত অনেকেই ঘুমায় না বিরামবিহীন

তাসবির জাফরান দানা হাতে কেউ কেউ থাকেন নির্ঘুম,

বিমুঢ় নিষণœ পৃথিবীকে দেখে নিস্তব্ধ নির্বাক ভাষাহীন

সিজদায় অবিরল আঁখিধারা ঢালে নিরিবিলি নিঝঝুম।


জেগেজেগে অনিমেষ খোঁজ করে আরশের মহা প্রত্যাদেশ

অভিমান অনুরাগ অনুভবে নিষিক্ত প্রেমে-ভালোবাসায়,

ছড়িয়ে ছিটিয়ে দেয় ফাগুনের মোহনীয় পুলকআবেশ

অনাগত দিনের নাসিহা লেখে অমৃত হরফের ভাষায়।


এই অসাধারণ মানুষেরাই আমাদের স্বপ্নের পালক

আমাদের পাললিক মোহনায় অবারিত পূর্ণিমার দ্যুতি,

অন্ধকার এই যাপিত জীবনে সফেদ জোছনার আলোক

আমাদের প্রাণোময় জাগৃতির দৃঢ় অনিরুদ্ধ প্রতিশ্রুতি।


অগ্রজ শহীদ আব্দুল মালেক সে অতন্দ্র প্রহরীর নাম,

রহমের মালায়িকা হেসে তাকেইতো জানাবে সালাম।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির