সূচনা হবে নতুন বিপ্লবের
ইয়াসিন মাহমুদ
১৭ মে ২০১৮
সাময়িক চাকচিক্যের মোহে আমরা আবিষ্ট নই
সমুদ্রের বেলাভূমিতে বালুর বাঁধ নির্মাণ করতে আমাদের জন্ম হয়নি,
উত্তাপ মরুভূমিতে ফুল ফোটানোর জন্যই আমাদের আবির্ভাব।
জলোচ্ছ্বাস কিংবা বানের তোড়ে ভেসে আসা কোনো শ্যাওলাও নই আমরা।
শুরু থেকে অদ্যাবধি আমাদের বিতাড়নের জন্য অস্থিরতা ও পাগল প্রলাপের ভণ্ডামিতা
লক্ষ করছি বহু শতাব্দীকাল ধরে।
এতো হালকা মেজাজ নিয়ে আমাদের সামনে দাঁড়াও
লজ্জা করে না তোমাদের?
আমাদের শেকড় কত গভীরে তা অনুমানের ক্ষমতাও তোমাদের নেই!
তোমাদের জানা থাকা উচিত-
বদরের প্রান্তরে এক হাজারের ব্যবধানে আমরা মাত্র তিনশত তেরো জন।
আজকাল তোমাদের অভিনয়টা দেখে না হেসে পারলাম না।
হারিয়ে যায়নি মায়াজ ও মুয়াজের উত্তরসূরিরা,
জেল-জুলুম, রিমান্ড, ফাঁসি এমন অনিবার্য সময়ের মুখোমুখি হয়েও যারা একটুও টলে না
জানো তারা কারা?
তারা তো সবসময় উচ্চারণ করে থাকেন-
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন এবং আরো বলেন-
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
তোমরা হয়তো আত্মতুষ্টিতে ভুগছো- তারা তো ভীষণ বিপদে আছে। এখন সময় আমাদের।
আল্লাহর কসম! আমরা এতো সহজে ভড়কে যাই না।
আমাদের চোখে কি অশ্রু দেখেছো?
বরং আমরা হেসেছি মন ভরে।
বিশ্বাস না হয় অ্যালবামের পাতাটা খুলে দেখ না একবার,
আমরা ফাঁসির মঞ্চেও হাসতে জানি; আমাদের অতীত ইতিহাস তাই তো বলে-
একফোঁটাও মিথ্যা বলছি না।
আমরা তোমাদের কাছে কখনো মাথা নত করবো না।
আমাদের বুকফাটা আর্তনাদ ও আরজি কেবলই মহান রবের কাছে পেশ করেছি।
লক্ষ-কোটি মুজাহিদের এই ফরিয়াদে এক দিন তোমাদের মসনদ ভেঙে যাবে,
ধ্বংস হবে তোমাদের শিরোধার্য; আর সূচনা হবে নতুন বিপ্লবের।
মুমিনের কোনো পরাজয় নেই,
আমরা অবিরাম ছুটে চলব আমাদের গন্তব্যের পথে।
আপনার মন্তব্য লিখুন