post

অভিসম্পাত

মোশাররফ হোসেন খান

২৮ আগস্ট ২০২২

রাসূলকে যারা করে ঘৃণা অপমান

কষ্টে কাঁপে মাটি কাঁপে সাত আসমান।

কলিজায় লাগে চোট, হয় রক্তপ্রপাত

তাদের জন্য আমার শত অভিসম্পাত।

হে রহিম রহমান,

যতক্ষণ দেহে আছে প্রাণ-

কী করে সইতে পারি বলো,

       রাসূলের অপমান!


হে রাসূল-

প্রিয় রাসূল আমার-

লিখিনি তোমার নাম ধূসর বালিতে

লিখেছি তোমার নাম রুধির কালিতে।

তাইতো সইতে পারি না

নীরব থাকতে পারি না-

বিষজ্বালা এই বুকে সাগর সমান,

কী করে সইতে পারি

           রাসূলের অপমান!

দয়ার নবীকে যারা করেছে আঘাত

সে আঘাত লাগে মুমিনের বুকে

               হয় অগ্নিপাত।

তাদের জন্য আমার ঘৃণা

             শত অভিসম্পাত।।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির