post

আমি গর্বিত

আলী আহমাদ মাবরুর

১৯ অক্টোবর ২০০৯

শাহজাহান ছিল আমার অতি আদরের সন্তান। খুব ভালোবাসতাম আমি ওকে। ৫ম শ্রেণী পর্যন্ত স্কুলে লেখাপড়া করার পর মাদ্রাসায় ভর্তি হয়। সে ছিল খুব মেধাবী। শিশু বয়স থেকে তার (শাহজাহানের) ইসলামের প্রতি ঝোঁক ছিল। তখন থেকেই নামাজের প্রতি ছিল প্রবল আকর্ষণ। এক ওয়াক্ত নামাজও সে তার জীবনে ক্বাজা করতো না। শাহাদাতের পূর্বে পরীক্ষার ফরম পূরণ করার জন্য টাকা চেয়েছিল। সে বাড়িতে এসে টাকা চাওয়ার পর তার বড় ভাই টাকা দিতে গড়িমসি করে। সে তখন বলেছিল, আর টকা দিতে হবে না। শেষ বারের মত বেশি করে টাকা দিয়ে দেন। আজ আমি আমার সন্তান হারিয়ে নিজেকে খুবই অসহায় বোধ করছি। আবার গর্ব বোধ করছি এই কারণে যে আমি তো একজন শহীদের পিতা। আমার সন্তানের হত্যার অবশ্যই সঠিক ও যথার্থ বিচারের দাবি করছি।

লেখক : মো: সিরাজুল ইসলাম শহীদ মোহাম্মদ শাহজাহানের পিতা

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির